Online Gaming Fraud Case: অনলাইন গেমিং অ্যাপ প্রতারণায় আমিরের আরও এক সঙ্গী গ্রেফতার! কোটি কোটি টাকার খেলা!
- Published by:Piya Banerjee
- Written by:SUSOBHAN BHATTACHARYA
Last Updated:
Online Gaming Fraud Case: আবারও গ্রেফতার অনলাইন গেমিং অ্যাপ প্রতারণা আমির ও রুমেনের মিডিলম্যান বিক্রম
#কলকাতা: আমির খানকে গ্রেফতার করে কলকাতা পুলিশ তদন্ত চালাচ্ছে, তার মধ্যেই ইডির জালে উঠে এসেছে অনলাইন গেমিং অ্যাপ প্রতারণা আরও একজন ব্যাক্তি রুমেন আগরওয়াল। এবার আর্থিক তছরুফ ঘটনায় একাধিক তথ্যে উঠে আসে বিক্রম সিং গান্ধীর নাম। এবার ধৃতের নাম বিক্রম সিংহ গান্ধী। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ তাঁকে বেলেঘাটার এক বহুতল থেকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত বিক্রম পুরো অনলাইন প্রতারণা মামলায় মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতেন বলে পুলিশ সূত্রে খবর। মূলত আমির খানের টাকা বিক্রম নিয়ে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে রুমেনকে পাঠাতো বলে জানতে পারে পুলিশ, ২০২০ সালে রুমেন ও বিক্রম সল্টলেকের একটি অফিসে পরিচয় হয়, তারপরেই বিভিন্ন সময় দেখা হয় রুমেন ও বিক্রমের। পুলিশ সূত্রে খবর বিক্রমের একটি কল সেন্টার ছিল, আমির খানকে গ্রেফতারের পরে বিভিন্ন কল সেন্টারে তল্লাশি অভিযান চালিয়ে নাম উঠে আসে বিক্রম সিং গান্ধীর। অভিযুক্ত বিক্রমের যাবতীয় তথ্য সংগ্রহ করে পুলিশ। বিক্রমের মাধ্যমে অনলাইনে দু’কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল বলেও পুলিশ মনে করছে।
advertisement
advertisement
সূত্রের খবর, বিক্রমকে নগদ কয়েক কোটি টাকা দিয়েছিলেন আমির। বিক্রম সেই টাকা অভিযুক্ত রুমেন দেন। রুমেন পরে আবার সেই টাকা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরিত করেন। পুলিশের দাবি বিক্রমের থেকে একাধিক তথ্য উদ্ধার করে তদন্তের বিভিন্ন দিক খুলে যেতে পারে। মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগের তদন্তে নেমে গার্ডেনরিচের শাহি আস্তাবল গলি, পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকা, নিউটাউন-সহ শহরের ছ’টি জায়গায় গত ১০ সেপ্টেম্বর অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই অভিযানে আমিরের ঘরের খাটের তলা থেকে বান্ডিলের পর বান্ডিল নগদ টাকা উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। আমিরের আস্তানা থেকে মোট ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। এরপর থেকে কলকাতা পুলিশের জালে আমির খান ধরা পড়তেই রোজই কোটি কোটি হিসাব কার্যত অবাক করেছে গোয়েন্দাদের।
advertisement
Susovan Bhattacharjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 11, 2022 12:16 AM IST