#কলকাতা: শহরে অটোর দৌরাত্ম্য। বাঁশদ্রোণীতে অটোর ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর। আগেও এলাকায় একইভাবে দুর্ঘটনা ঘটেছে। তারপরেও ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ।অটোর ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু। মঙ্গলবার দুপুরে একজনের বাড়ি থেকে ফিরছিলেন নরেন্দ্রপুরের রেনিয়ার বাসিন্দা শিবু কর্মকার। তাঁকে ধাক্কা মারে বাঁশদ্রোণী-তিরিশ ফুট রুটের একটি অটো। রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে তাঁর। চোখেও আঘাত পান তিনি। গুরুতর আহত অবস্থায় শিবু কর্মকারকে চিত্তরঞ্জন মেডিক্যালে ভরতি করা হয়। মঙ্গলবার মারা যান তিনি ৷
বাঁশদ্রোণীতে ‘বেপরোয়া’ অটোসোমবার অটোর ধাক্কা সাইকেল আরোহীকেঅটোর ধাক্কায় গুরুতর আহত সাইকেল আরোহী
আহত শিবু কর্মকারকে ভরতি করা হয় হাসপাতালেমঙ্গলবার হাসপাতালে মৃত্যু শিবু কর্মকারেরপুলিশ নিষ্ক্রিয়কতার, অভিযোগ পরিবারেরবাঁশদ্রোণীতে অভিযুক্ত অটো চালক পলাতক২৪ ফেব্রুয়ারি দুপুরে শিবু কর্মকার, নরেন্দ্রপুরের রেনিয়ার শিবু কর্মকার। সাইকেলে করে ফিরছিল। অটো ধাক্কা মারে। বাঁশদ্রোণী-৩০ ফুট রুটের অটো। মাথায় চোট পায়। বাড়ির লোক চিত্তররঞ্জন মেডিক্যাল হাসপাতালে ভরতি করা হয়। গতকাল মারা যায়। স্থানীয়দের অভিযোগ, আগেও অটোর ধাক্কায় মৃত্যু হয়েছে। বেপরোয়া অটো চলছে। নরেন্দ্রপুর থানা তদন্ত শুরু করেনি। ঘাতক অটোকে ধরতেও পারেনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Auto Accident, Bansdroni