বাঁশদ্রোণীতে অটোর ধাক্কায় মৃত্যু, প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন

Last Updated:

অটোর ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু।

#কলকাতা: শহরে অটোর দৌরাত্ম্য। বাঁশদ্রোণীতে অটোর ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর। আগেও এলাকায় একইভাবে দুর্ঘটনা ঘটেছে। তারপরেও ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ।
অটোর ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু। মঙ্গলবার দুপুরে একজনের বাড়ি থেকে ফিরছিলেন নরেন্দ্রপুরের রেনিয়ার বাসিন্দা শিবু কর্মকার। তাঁকে ধাক্কা মারে বাঁশদ্রোণী-তিরিশ ফুট রুটের একটি অটো। রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে তাঁর। চোখেও আঘাত পান তিনি। গুরুতর আহত অবস্থায় শিবু কর্মকারকে চিত্তরঞ্জন মেডিক্যালে ভরতি করা হয়। মঙ্গলবার মারা যান তিনি ৷
advertisement
বাঁশদ্রোণীতে ‘বেপরোয়া’ অটো
advertisement
সোমবার অটোর ধাক্কা সাইকেল আরোহীকে
অটোর ধাক্কায় গুরুতর আহত সাইকেল আরোহী
আহত শিবু কর্মকারকে ভরতি করা হয় হাসপাতালে
মঙ্গলবার হাসপাতালে মৃত্যু শিবু কর্মকারের
পুলিশ নিষ্ক্রিয়কতার, অভিযোগ পরিবারের
বাঁশদ্রোণীতে অভিযুক্ত অটো চালক পলাতক
২৪ ফেব্রুয়ারি দুপুরে শিবু কর্মকার, নরেন্দ্রপুরের রেনিয়ার শিবু কর্মকার। সাইকেলে করে ফিরছিল। অটো ধাক্কা মারে। বাঁশদ্রোণী-৩০ ফুট রুটের অটো। মাথায় চোট পায়। বাড়ির লোক চিত্তররঞ্জন মেডিক্যাল হাসপাতালে ভরতি করা হয়। গতকাল মারা যায়। স্থানীয়দের অভিযোগ, আগেও অটোর ধাক্কায় মৃত্যু হয়েছে। বেপরোয়া অটো চলছে। নরেন্দ্রপুর থানা তদন্ত শুরু করেনি। ঘাতক অটোকে ধরতেও পারেনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাঁশদ্রোণীতে অটোর ধাক্কায় মৃত্যু, প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement