মর্মান্তিক! ট্রেনের ধাক্কায় মৃত্যু, মৃতদেহের উপর দিয়েই চলল ট্রেন

Last Updated:

Accident || একই দিনে ট্রেনের ধাক্কায় মৃত ২৷

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#কলকাতা, সমীর মণ্ডল: বজবজ-শিয়ালদা শাখায় একই দিনে ট্রেনের ধাক্কায় মৃত ২৷ মৃতদেহের উপর দিয়েই চলল ট্রেন৷ মর্মান্তিক এই ঘটনায় শিউরে উঠেছে এলাকাবাসী৷
স্থানীয় সূত্রের খবর, বজবজ শিয়ালদা শাখার বজবজ থেকে শিয়ালদাগামী লাইনে, নুঙ্গি স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম আলি হোসেন আনসারি (৬০)। বিহারের বাসিন্দা এই ব্যক্তি ১১ নম্বর রেলগেটের কাছে দীর্ঘ দিন ধরে চা বিক্রি করতেন। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার বিকালে ওই ব্যক্তি রেললাইনে বসে থাকার সময় ট্রেন এসে যায়৷ তখনই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির। এক ঘণ্টা কেটে গেলেও রেল পুলিশের আধিকারিকেরা এসে না পৌঁছানোয় ওই মৃতদেহের উপর দিয়েই ট্রেন চলাচল করেছে।
advertisement
advertisement
advertisement
অপরদিকে বেস ব্রিজ স্টেশনের আগেই রেলগেটের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই মহিলা রেললাইন ধরে বেসব্রিজ স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন৷ তখনই পিছন দিক থেকে ধাক্কা মারে বজ বজ থেকে শিয়ালদা গামী ট্রেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। মৃত মহিলার নাম অসীমা হালদার (৫০)। মৃত মহিলা বেহালার সুকান্তপল্লী এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশের আধিকারিকরা এসে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
মর্মান্তিক! ট্রেনের ধাক্কায় মৃত্যু, মৃতদেহের উপর দিয়েই চলল ট্রেন
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement