গড়িয়াহাটের বুকে ভয়ঙ্কর খুন ! বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধার গলাকাটা দেহ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মর্মান্তিক ! গড়িয়াহাটের বুকে ভয়ঙ্কর খুন !
#কলকাতা: মর্মান্তিক! বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধার গলাকাটা দেহ। গড়িয়াহাটের গড়চা লেনের ঘটনা। বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ৭০ বছরের বৃদ্ধার গলাকাটা দেহ। যানা যায়, বাড়িতে একাই ছিলেন বৃদ্ধা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারাল অস্ত্রের কোপে খুন করা হয়েছে বৃদ্ধাকে। চুরি বা ডাকাতির জন্য খুন ? না কী এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে...তদন্তে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।
হালে শহর কলকাতায় মাঝেমধ্যেই উঠে আসছে রহস্যজনকভাবে বৃদ্ধ-বৃদ্ধা খুনের ঘটনা! কখনও নিউটাউন বা কখনও বেহালার শিশিরবাগান...রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে প্রবীনদের। বেহালার ফাঁকা বাড়িতে রহস্যমৃত্যু হয় বৃদ্ধার। লন্ডভন্ড ঘর থেকে উদ্ধার হয় বছর পঁচাত্তরের শুভ্রা ঘোষদস্তিদারের দেহ। ২২৬ বি, শিশিরবাগান রোড, বেহালার ঘিঞ্জি এলাকায় ভরদুপুরে বৃদ্ধার মৃত্যুতে আতঙ্ক ছড়ায়। বাড়ির দোতলার মেঝে থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়িতে একাই ছিলেন শুভ্রা ঘোষদস্তিদার। সকাল সোয়া এগারোটা নাগাদ বাড়িতে আসেন পরিচারিকা। অনেকক্ষণ ধাক্কাধাক্কির পরও দরজা না খোলায়, তিনি ফিরে যান। ঘণ্টা দেড়েক বাদে ফিরে আসেন পরিচারিকা। এক প্রতিবেশীকে নিয়ে ফের দরজা ধাক্কাতেই খুলে যায় দরজা। বাড়ির দোতলায় গিয়ে দেখেন, মেঝেতে উপুর হয়ে পড়ে বৃদ্ধার দেহ। পাশে পড়ে একটি স্ক্রু-ডাইভার। পুরো ঘর লন্ডভন্ড।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2019 2:35 PM IST