নিয়োগের দাবিতে স্বাস্থ্য ভবনে নার্সিং প্রার্থীদের বিক্ষোভ, দফায় দফায় উত্তেজনা

Last Updated:

কিন্তু সেই আশ্বাস পূরণ না হওয়ায় ফের মঙ্গলবার বিক্ষোভে সামিল হন বিএসসি এবং জেএনএম নার্সিং চাকরিপ্রার্থীরা।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#কলকাতা:  শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মধ্যেই এ বার নার্সদের নিয়োগ নিয়ে বিক্ষোভ রাজ্য স্বাস্থ্য দফতরে। জেএনএম এবং বিএসসি নার্সদের নিয়োগে গরমিলের অভিযোগ তোলেন তালিকায় নাম থাকার পরও যে সমস্ত প্রার্থীদের চাকরি হয়নি তাঁদের একাংশ। চলতি বছর অগাস্ট মাসে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগীর সঙ্গে দেখা করেন আন্দোলনকারীরা নার্সিং চাকরিপ্রার্থীরা। দ্রুত তাঁদের নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয় স্বাস্থ্য ভবনের তরফে।
কিন্তু সেই আশ্বাস পূরণ না হওয়ায় ফের মঙ্গলবার বিক্ষোভে সামিল হন বিএসসি এবং জেএনএম নার্সিং চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, দাবি দাওয়া স্বাস্থ্য ভবনে পুনরায় জানানো বা আন্দোলন শুরু করার অনেক আগেই মহিলা পুলিশ এসে  টেনে হিঁচড়ে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যায় তাঁদের। বিক্ষোভকারীদের দাবি, এখানে প্রায় ৬ হাজার ১৩৪ শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করা হয়, সেখান থেকে এখনও নিয়োগ হয়েছে ২ হাজার ৮০০ মতো। বাকি পদগুলোতে নাম নথিভুক্ত হওয়ার পরও তাঁদের নিয়োগ হচ্ছে না।
advertisement
বিক্ষোভকারী এক নাসিং চাকরিপ্রার্থী জানান, ‘আমরা আন্দোলন শুরুই করলাম না। তার আগেই আমাদের পুলিশ ভ্যানে তুলে দেওয়া হল। ওঁদের ক্ষমতা আছে বলে কি আমরা আন্দোলন করব না?’ আরও এক আন্দোলনরত চাকরিপ্রার্থীর বক্তব্য, ‘লজ্জা হওয়া উচিৎ। একদল ঘুষ খেয়ে চাকরি পেয়েছে। আর আমরা চাকরি পাচ্ছি না বলে জমায়েত করেছি। নিজেদের যোগ্যতায় চাকরি নিতে এসেছি এখানে। এখন জোর করে আমাদের ভ্যানে তুলছেন। আমরা শুধু বলেছিলাম কথা বলতে আসব। তারপরও আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না।’
advertisement
advertisement
আরও পড়ুন: কর্মবিরতি ঘিরে তোলপাড় হাইকোর্ট! মঙ্গলেও আইনজীবীদের শোরগোল চরমে, উত্তপ্ত আদালত চত্বর
প্রথম তিন থেকে চার দফায় প্রায় সত্তর থেকে ৮০ জন নার্সিং চাকরিপ্রার্থীদের আটক করে বিধাননগর থানার পুলিশ। এর পর আরও একদল নার্সিং চাকরিপ্রার্থীরা সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় গিয়ে বিক্ষোভ দেখায় এবং আগে যাদের আটক করা হয়েছে তাঁদের অবিলম্বে ছাড়ার কথা জানায়। তবে মহিলা পুলিশের বড় বাহিনী এসে তাঁদেরও আটক করে থানায় বসিয়ে রাখে।  প্রসঙ্গত এই নার্সিং চাকরিপ্রার্থীদের সম্প্রতি স্বাস্থ্য ভবনে বিক্ষোভ আন্দোলন থামাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। সেই জন্যেই মঙ্গলবার বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয় স্বাস্থ্য ভবনের সামনে।
advertisement
ওঙ্কার সরকার
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নিয়োগের দাবিতে স্বাস্থ্য ভবনে নার্সিং প্রার্থীদের বিক্ষোভ, দফায় দফায় উত্তেজনা
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement