চাকরিপ্রার্থীদের নম্বর বদল হয়েছে সুবীরেশের কথায়, দাবি সিবিআইয়ের! এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের ফের জেল হেফাজত

Last Updated:

Subiresh Bhattacharya || দুই পক্ষের সওয়াল জবাব শুনে আদালত সুবীরেশ ভট্টাচার্যকে ১৯ অক্টোবর  পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

সুবীরেশ ভট্টাচার্য
সুবীরেশ ভট্টাচার্য
#কলকাতা: এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের কথাতেই চাকরিপ্রার্থীদের মার্কশিটের নম্বর বদল করা হয়েছে, সোমবার এই অভিযোগ তুলে তাঁর হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন করলেন সিবিআইয়ের আইনজীবী। এসএসসি মামলায় সিবিআইয়ের হাতে ধৃত সুবীরেশ ভট্টাচার্যের ফের ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। মেয়াদ শেষে আলিপুর আদালতে সোমবার ভার্চুয়াল শুনানি হয়।
আদালত সূত্রে খবর, সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবীর তরফে সুবীরেশের জামিনের  আবেদন করা হয়। মূলত তাঁর শারীরিক অসুস্থতার দিকটিই তুলে ধরেন আইনজীবী৷ বলা হয়, সুবীরেশের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রয়েছে, সুবীরেশ জেলের খাবার খেতে পারছেন না- এ সব দিক বিচার করে তাঁকে জামিন দেওয়া হোক।
advertisement
advertisement
আরও পড়ুন: পুজোর ছুটির জের, অমিল শিক্ষক-অধ্যাপক, ফের পিছোচ্ছে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া!
অন্যদিকে সিবিআইয়ের আইনজীবীর তরফে জেল হেফাজত  বাড়ানোর আবেদন করা হয়েছে। এখানেই উঠে এসেছে সেই মারাত্মক অভিযোগ৷ সিবিআইয়ের আইনজীবীর তরফে জানানো হয়েছে,  চাকরিপ্রার্থীদের নম্বর পাল্টানো হয়েছে সুবিরেশের কথায়। বিভিন্ন 'ডকুমেন্ট' পরীক্ষা করা বাকি আছে। এই পর্যায়ে জামিন সম্ভব না। সুবীরেশের ফের জেল হেফাজতের আবেদন জানানো হয়েছে সিবিআইয়ের তরফে আবেদন। সিবিআইয়ের দাবি, সুবীরেশ এই এসএসসি স্ক্যামের গোটা বিষয়টা জানতেন৷ এদিন সুবীরেশের আইনজীবী প্রশ্ন করেন, "কেন সুবীরেশকে জেল হেফাজতে আনা প্রয়োজন?"  সিবিআই আইনজীবীর পাল্টা সওয়াল, "সুবীরেশ বৃহত্তর ষড়যন্ত্রকারী।  সুবীরেশ প্রভাবশালী, ফলে তদন্তে প্রভাব পড়তে পারে।"
advertisement
দুই পক্ষের সওয়াল জবাব শুনে আদালত সুবীরেশ ভট্টাচার্যকে ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। আলিপুর আদালতের বিচারক আমান সিংহাল আলিপুর আদালতের বিচারকের নির্দেশে ফের জেল হেফাজতে সুবীরেশ ভট্টাচার্য।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
চাকরিপ্রার্থীদের নম্বর বদল হয়েছে সুবীরেশের কথায়, দাবি সিবিআইয়ের! এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের ফের জেল হেফাজত
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement