নেতাদের জন্য নয়, তৃণমূলের কর্মীদের জন্য আমাদের দরজা খোলা! বললেন সুকান্ত মজুমদার

Last Updated:

রাজ্য বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

সুকান্ত মজুমদারের ফাইল ছবি
সুকান্ত মজুমদারের ফাইল ছবি
#কলকাতা: নেতাদের জন্য নয়, তৃণমূল কর্মীদেরকে বড় বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ রাজ্য বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির চলছে বৈদিক ভিলেজে৷ সেখানে উপস্থিত রয়েছেন গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বও৷ সেই শিবিরেই নতুন করে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, সুকান্ত মজুমদার তেমনই জানিয়েছেন৷ রাজ্য বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘‘তৃণমূলের নেতাদের জন্য নয়, কর্মীদের জন্য আমাদের দরজা খোলা। এই মুহূর্তে তৃণমূলের কোনও নেতা বিজেপিতে আসতে চাইলে তাঁদের দলে নেওয়া হবে না। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি। তৃণমূলের সব নেতাই দুর্নীতিগ্রস্ত। তাই নেতা নয়, কর্মীদের আমরা দলে নেওয়ার ক্ষেত্রে দরজা খোলা রাখছি। শুধু তৃণমূলই নয়, কোন রাজনৈতিক দলের নেতাদের নেওয়ার ক্ষেত্রেই আমাদের আগ্রহ নেই। আমরা সব দলের কর্মীদের জন্য দরজা খোলা রাখছি৷’’
advertisement
advertisement
তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতার সংখ্যা কম নয়৷ ২০২১ নির্বাচনের আগে অনেকেই শিবির বদল করে বিজেপিতে গিয়েছিলেন৷ নির্বাচনের পর ফিরেও এসেছিলেন অনেকে৷ তবে তখন কোনওরকম ছাঁকনি ব্যবহার করেনি গেরুয়া শিবির, এ বারে তাই করছে৷ সাম্প্রতিক কালে বিভিন্ন তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে৷ সেই দূর্নীতির অভিযোগে কোনও অভিযুক্ত নেতা যাতে বিজেপিতে নাম লেখাতে না পারেন, সেই কারণেই সর্বসন্মতি করে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি, এমনই মনে করা হচ্ছে৷ বৈদিক ভিলেজের মিটিংয়ে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকেও নাকি এই বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, কোনও তৃণমূলের নেতা যদি বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করেন, তা হলে কোনও ভাবেই যেন তাঁদের দলে নেওয়া না হয়, এমনই খবর পাওয়া গিয়েছে বিজেপি সূত্রে৷
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ি
বাংলা খবর/ খবর/কলকাতা/
নেতাদের জন্য নয়, তৃণমূলের কর্মীদের জন্য আমাদের দরজা খোলা! বললেন সুকান্ত মজুমদার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement