Suvendu Adhikari Kunal Ghosh: শুভেন্দুর আর্জি খারিজ! কুণালের মানহানি মামলায় দিতে হবে সশরীরে হাজিরা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Suvendu Adhikari Kunal Ghosh: আগামী ২২ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দিল ১৯ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
#কলকাতা: কুণাল ঘোষের মানহানি মামলায় স্বশরীরে শুভেন্দুকে হাজিরা দেওয়ার নির্দেশ দিল আদালত। আগামী ২২ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দিল ১৯ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। অভিযোগ, শুভেন্দু অধিকারী ত্যাজ্যপুত্র বলেছিলেন কুণাল ঘোষকে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মানহানির মামলা করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এমনটাই জানিয়েছেন, কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী।
এই মামলার পরিপ্রেক্ষিতে পিটিশন জমা দেয় শুভেন্দু অধিকারীর আইনজীবীরা। তাঁরা উল্লেখ করেন, "শুভেন্দুর বাড়ি কাঁথিতে। ওখান থেকে কলকাতার এই আদালতে এসে ব্যক্তিগত হাজিরা রদ করুন। ওঁর পরিবর্তে হাজির থাকবেন সংশ্লিষ্ট আইনজীবীরা। অন্যদিকে শুনানিতে কুণালের আইনজীবী উল্লেখ করেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। ওঁর পিটিশনে উল্লেখ রয়েছে যে ওঁর অফিস বিধানসভায়। আর সেখান থেকে আদালতের দূরত্ব সামান্যই। তাই কাঁথির প্রসঙ্গ আসে না। গত তিন দিনের সওয়াল জবাবের পরে আজ নির্দেশ কপি আসে। সেখানেই ২২ সেপ্টেম্বর হাজির থাকতে বলা হয়েছে শুভেন্দু অধিকারীকে।"
advertisement
advertisement
১৯ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানির পর অর্ডার রিজার্ভ রেখেছিলেন বিচারপতি। এবার অর্ডার দিয়েছেন। সূত্রের খবর, শুভেন্দু আইনজীবীদের বড় টিম এনে লড়েন এই মামলা। পিটিশন করেন ওঁর বাড়ি কাঁথি এই মর্মে। কলকাতা থেকে দূরত্ব অনেক তাই সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে ওকে ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় দেওয়া হোক বলে আদালতে আবেদন করেন শুভেন্দুর আইনজীবীরা।
advertisement
কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন ওঁর পিটিশনে লেখা, "উনি বিরোধী দলনেতা, বিধানসভায় বসেন। উনি রাজনীতির জন্য সারা বাংলা ঘোরেন। তাহলে বিরোধী দলনেতার অফিস তো আদালত থেকে তিনশো মিটার দূরে। ওখানে এলে কোর্টে আসবেন না কেন? কোর্টকে গুরুত্ব না দেওয়ার প্রবণতা ঠিক নয়।" এরপর কোর্ট তার নির্দেশে শুভেন্দুর পিটিশন খারিজ করে ২২ সেপ্টেম্বর সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2022 11:54 AM IST