Mamata Banerjee: শুধু স্কুল নয়; খুলে যাচ্ছে পার্কও, সাংবাদিক বৈঠকে ঘোষণা মুখ্য়মন্ত্রীর

Last Updated:

Mamata Banerjee: পার্কে যাওয়ার রাস্তা বন্ধ হয়েছে শিশুদের। তাই তাদের কথা ভাবলেন মুখ্য়মন্ত্রী। একদিকে যেমন খুলে দিলেন স্কুল, তেমনই খুলে গেল রাজ্য়ের বিনোদন পার্কগুলিও।

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
#কলকাতা: সারা বছরই যদি কোভিড বিধি নিষেধ চলতে থাকে, তাহলে আর মানুষের জীবিকা কী করে চলবে? জীবন কী করে চলবে? তিন বছর ধরে নিরন্তর বিধি নিষেধের সঙ্গে লড়াই করছে মানুষ। তাই এবার একটু ছাড় দেওয়া দরকার! সোমবার নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠকে (PC) এমনটাই জানালেন মুখ্য়মন্ত্রী (CM) মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। খুলে দিলেন রাজ্য়ের সমস্ত পার্ক (Park), পর্যটনকেন্দ্র। সাধারণ মানুষের জীবনে এনে দিলেন খোলা বাতাস।
গত প্রায় আড়াই বছরেরও বেশি সময় ধরে লক্ষ্মণ রেখায় আবদ্ধ মানুষ। কোভিডের গ্রাফ উঠেছে, বেড়েছে বিধি। গ্রাফ নামলেও বিধি উঠে যায়নি। শিথিল হয়েছে মাত্র। প্রতি মুহূর্তে আতঙ্কে থেকেছে মানুষ। খোলা হাওয়ায় শ্বাস নিতে প্রায় ভুলতে বসেছি আমরা। বিকাল হলে বাবা-মায়ের হাত ধরে পার্কে যাওয়ার রাস্তা বন্ধ হয়েছে শিশুদের। তাই তাদের কথা ভাবলেন মুখ্য়মন্ত্রী (Mamata Banerjee)। একদিকে যেমন খুলে দিলেন স্কুল, তেমনই খুলে গেল রাজ্য়ের বিনোদন পার্কগুলিও। ৩ তারিখ থেকে খুলছে  সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়।
advertisement
advertisement
শুধু পার্কই নয়, খুলছে পর্যটন কেন্দ্র খুলে যাচ্ছে। কাছে পিঠে ঘুরতে যেতে পারবেন মানুষ। ঘুরতে পারবেন দূরবর্তী স্থানেও। কারণ মুম্বই, দিল্লি উড়ান প্রতিদিন চলবে। কলকাতা-লন্ডন ফ্লাইট চালু হচ্ছে।
২০২০-র মার্চে শুরু হয়েছিল আরও এক অন্ধকার যুগ। চার দেওয়ালের অন্দরে বন্দী হয়েছিল জীবন। নিত্য়প্রয়োজনীয দ্রব্য় ছাড়া আর যে কোনও কারণে বাইরে বের হওয়া ছিল বারণ। পার্ক তো সেখানে সোনার পাথর বাটি। খোলা হাওযার জন্য় ছাদই ছিল যথেষ্ট। তারপর কোভিড কমেছিল। বিধি নিষেধও শিথিল হয়েছিল। কিন্তু ঠিক যে মুহূর্তে মনে হযেছিল সব ঠিক হয়ে যাচ্ছে তখনই আবার কোভিডের তৃতীয় ঢেউ। মৃত্য়ুহার বেশি না হলেও এই ঢেউতেই মানুষ আক্রান্ত হয়েছে সর্বাধিক। সরকারের তরফে ঘোষণা করা হয ফের বন্ধ হয়ে যাবে পার্ক ও সমস্ত পর্যটনকেন্দ্র। মানুষের সুরক্ষার কথা ভেবেই বারবার সিদ্ধান্ত বদলেছে সরকার (State Goverment)। মাঝে কোভিড খানিকটা কমায় অবশ্য় স্থির হয়েছিল, ভ্য়াকসিনের দুটি শংসাপত্র (Certificate) দেখিয়ে পার্কে প্রবেশ করা যাবে, কিন্তু সে গুড়েও বালি।
advertisement
জানুয়ারির শেষ দিনে খানিকটা স্বস্তি পেল মানুষ। ময়দান বা ভিক্টোরিয়া চত্বর খাঁ খাঁ করবে না আর। আবার কোলাহলে মাতবে শহর বা শহরতলির পার্কগুলি। তবে এর মধ্য়েই পার্ক খোলা নিয়ে কটাক্ষ শুরু করে দিয়েছে বিরোধীরা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: শুধু স্কুল নয়; খুলে যাচ্ছে পার্কও, সাংবাদিক বৈঠকে ঘোষণা মুখ্য়মন্ত্রীর
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement