Mamata Banerjee blocks Jagdeep Dhankhar on Twitter: ট্যুইটারে রাজ্যপালকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী, কঠোর হয়ে ক্ষমাপ্রার্থী মমতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মুখ্যমন্ত্রী অবশ্য বলেন, এই পদক্ষেপ নেওয়ার জন্য তিনি ক্ষমাপ্রার্থী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, প্রত্যেক দিন রাজ্যপাল সরকারি অফিসারদের ডেকে পাঠিয়ে নানা রকম ভয় দেখাচ্ছেন৷
#কলকাতা: ট্যুইটারে রাজ্যপাল জগদীপ ধনখড়কে ব্লক বা আনফলো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee blocks Jagdeep Dhankhar on Twitter)৷ এ দিন নবান্নে নিজেই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, রাজ্যপাল যেভাবে প্রতিদিন ট্যুইট করে মুখ্যমন্ত্রী করে সরকারি আধিকারিকদের নির্দেশ দিচ্ছিলেন, তা মেনে নিতে না পেরেই রাজ্যপালকে ট্যুইটারে ব্লক করতে বাধ্য হয়েছেন তিনি৷
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, 'প্রতিদিন ট্যুইটারে এমন অসাংবিধানিক, অনৈতিক কথা বলতেন মনে হত আমরা চাকর বাকর, বন্ডেড লেবার৷ পরামর্শ নয়, উনি যেন আমাদের নির্দেশ দিতেন৷ অথচ আমরা মানুষের দ্বারা নির্বাচিত সরকার৷ আর উনি মনোনীত হয়েওসবার মাথার উপরে সুপার পাহারাদার হয়ে গেছেন৷'
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী অবশ্য বলেন, এই পদক্ষেপ নেওয়ার জন্য তিনি ক্ষমাপ্রার্থী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, প্রত্যেক দিন রাজ্যপাল সরকারি অফিসারদের ডেকে পাঠিয়ে নানা রকম ভয় দেখাচ্ছেন৷ অথচ সেই এক্তিয়ার রাজ্যপালের নেই বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷
তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রীকে প্রশ্ন করব, চার চার বার চিঠি দেওয়া সত্ত্বেও কেন এই রাজ্যপালকে সরানো হল না?'
advertisement
মুখ্যমন্ত্রী এ দিন আরও অভিযোগ করেছেন, রাজ্যপাল রাজ্য মানবাধিকার কমিশনার নিয়োগ, হাওড়া- বালি বিল সহ একাধিক বিল আটকে রেখেছেন৷ রাজ্যপাল অভিযোগ করেছিলেন, বিল সম্পর্কে রাজ্য সকারের তরফে প্রয়োজনীয় তথ্য না পাওয়ার কারণেই সই করেননি তিনি৷ মুখ্যমন্ত্রী অবশ্য এ দিন পাল্টা দাবি করেছেন, তিনি নিজে রাজভবনে গিয়ে বিভিন্ন বিল সম্পর্কে রাজ্যপালের সঙ্গে কথা বলে এসেছিলেন৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, বিধানসভা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও এক্তিয়ার অধ্যক্ষেরই রয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
January 31, 2022 4:36 PM IST