Mamata Banerjee blocks Jagdeep Dhankhar on Twitter: ট্যুইটারে রাজ্যপালকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী, কঠোর হয়ে ক্ষমাপ্রার্থী মমতা

Last Updated:

মুখ্যমন্ত্রী অবশ্য বলেন, এই পদক্ষেপ নেওয়ার জন্য তিনি ক্ষমাপ্রার্থী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, প্রত্যেক দিন রাজ্যপাল সরকারি অফিসারদের ডেকে পাঠিয়ে নানা রকম ভয় দেখাচ্ছেন৷

মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি রাজ্যপালের৷
মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি রাজ্যপালের৷
#কলকাতা: ট্যুইটারে রাজ্যপাল জগদীপ ধনখড়কে ব্লক বা আনফলো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee blocks Jagdeep Dhankhar on Twitter)৷ এ দিন নবান্নে নিজেই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, রাজ্যপাল যেভাবে প্রতিদিন ট্যুইট করে মুখ্যমন্ত্রী করে সরকারি আধিকারিকদের নির্দেশ দিচ্ছিলেন, তা মেনে নিতে না পেরেই রাজ্যপালকে ট্যুইটারে ব্লক করতে বাধ্য হয়েছেন তিনি৷
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, 'প্রতিদিন ট্যুইটারে এমন অসাংবিধানিক, অনৈতিক কথা বলতেন মনে হত আমরা চাকর বাকর, বন্ডেড লেবার৷ পরামর্শ নয়, উনি যেন আমাদের নির্দেশ দিতেন৷ অথচ আমরা মানুষের দ্বারা নির্বাচিত সরকার৷ আর উনি মনোনীত হয়েওসবার মাথার উপরে সুপার পাহারাদার হয়ে গেছেন৷'
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী অবশ্য বলেন, এই পদক্ষেপ নেওয়ার জন্য তিনি ক্ষমাপ্রার্থী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, প্রত্যেক দিন রাজ্যপাল সরকারি অফিসারদের  ডেকে পাঠিয়ে নানা রকম ভয় দেখাচ্ছেন৷ অথচ সেই এক্তিয়ার রাজ্যপালের নেই বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷
তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রীকে প্রশ্ন করব, চার চার বার চিঠি দেওয়া সত্ত্বেও কেন এই রাজ্যপালকে সরানো হল না?'
advertisement
মুখ্যমন্ত্রী এ দিন আরও অভিযোগ করেছেন, রাজ্যপাল রাজ্য মানবাধিকার কমিশনার নিয়োগ, হাওড়া- বালি বিল সহ একাধিক বিল আটকে রেখেছেন৷ রাজ্যপাল অভিযোগ করেছিলেন, বিল সম্পর্কে রাজ্য সকারের তরফে প্রয়োজনীয় তথ্য না পাওয়ার কারণেই সই করেননি তিনি৷ মুখ্যমন্ত্রী অবশ্য এ দিন পাল্টা দাবি করেছেন, তিনি নিজে রাজভবনে গিয়ে বিভিন্ন বিল সম্পর্কে রাজ্যপালের সঙ্গে কথা বলে এসেছিলেন৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, বিধানসভা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও এক্তিয়ার অধ্যক্ষেরই রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee blocks Jagdeep Dhankhar on Twitter: ট্যুইটারে রাজ্যপালকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী, কঠোর হয়ে ক্ষমাপ্রার্থী মমতা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement