বিভাস অধিকারীর ভুয়ো থানার তদন্তে এবার কলকাতায় নয়ডা পুলিশ! উত্তরপ্রদেশ কোর্টের অর্ডারে তালা ভেঙে তল্লাশি

Last Updated:

ভুয়ো থানার তদন্তে নয়ডা পুলিশ বেলেঘাটায় বিভাস অধিকারীর ফ্ল্যাটে তল্লাশি চালাতে গিয়ে তালা ভাঙার অনুমতি চায়, বিভাস ও ছেলে অর্ঘ্য অধিকারী নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার.

News18
News18
বিভাস অধিকারীর ভুয়ো থানার তদন্তে এবার কলকাতায় এল নয়ডা পুলিশ। বেলেঘাটায় থানায় আসেন তাঁরা। প্রাথমিকভাবে বিভাসের ঠিকানার চাবি না পাওয়ার ফলে ভিতরে প্রবেশ করতে পারছিলেন না। এরপরই বেলেঘাটায় বিভাস অধিকারীর ফ্ল্যাটে তালা ভেঙে তল্লাশি চালানোর অনুমতি চেয়ে শিয়ালদহ কোর্টে আবেদন করে নয়ডা পুলিশ। তাঁরা আদালতে জানান, বিভাস অধিকারীর অফিসে তল্লাশি চালানোর অনুমতি রয়েছে নয়ডা আদালতের।
এদিকে বেলেঘাটার থানার পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে চাবি পাওয়া যায়নি। চাবি না পেয়ে ভাঙতে চাইলে বেলেঘাটার থানার তরফে জানানো হয় তালা ভেঙে ঢুকতে চাইলে শিয়ালদা কোর্ট থেকে অনুমতি নিয়ে আসতে হবে। এসিজেএম শিয়ালদহ মৌখিকভাবে জানান, ‘এই অনুমতি দেওয়ার এক্তিয়ার তাঁর নেই। পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট থাকলে পুলিশ সার্চ করতে পারে। তালা ভাঙার জন‍্য কোর্টের অনুমতি প্রয়োজন নেই। ভিতরে যদি অভিযুক্ত বসে থাকে তাহলে কী আপনি কোর্টের অর্ডারের জন্য আসবেন?’
advertisement
আরও পড়ুন: ৭৫ তম জন্মদিনেই সবচেয়ে বড় চমক দিলেন নরেন্দ্র মোদি! বিহার-বাংলা জয়ে লক্ষ্য মহিলা ভোট? রিটার্ন গিফটেই স্পষ্ট
প্রসঙ্গত, প্রাক্তন  তৃণমূল নেতা বর্তমানে রয়েছেন জেলে। তাঁর নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায়। পরে ফের ভুয়ো থানা খোলার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। বিভাসের ছেলে অর্ঘ্য অধিকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর বিভাসের নাম উঠে এসেছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পরেই বিভাসের নাম পেয়েছিলেন তদন্তকারীরা।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিভাস অধিকারীর ভুয়ো থানার তদন্তে এবার কলকাতায় নয়ডা পুলিশ! উত্তরপ্রদেশ কোর্টের অর্ডারে তালা ভেঙে তল্লাশি
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement