Nobel Peace Prize 2023: ১৩ বার গ্রেফতার, ১৫৪ টা চাবুকের ঘা! ইরানের মেয়েদের হকের জন্য লড়ে নোবেল শান্তি পুরস্কার পেলেন কারাবন্দি নার্গিস মোহাম্মদি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এদিন নোবেল কমিটি নার্গিসের নাম ঘোষণা করে লেখেন, ‘‘ব্যক্তিগত বহু ক্ষতি স্বীকার করে নার্গিস তাঁর লড়াই চালিয়ে গিয়েছেন৷ নারীর বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে, সাধারণ মানুষের স্বাধীনতা ও অধিকারের পক্ষে লড়াই চালিয়ে গিয়েছেন৷’’
নরওয়ে: ১৩ বার তাঁকে গ্রেফতার করেছে ইরান সরকার৷ দোষী সাব্যস্ত হয়েছেন ৫ বার৷ নিজের জীবদ্দশার ৩১টা বছরই তিনি কাটিয়েছেন কারাগারে৷ এখনও সেই জেলেই বন্দি৷ পিঠের চামড়া গুটিয়ে দিয়েছে ১৫৪ টা দগদগে চাবুকের মার৷ ইরানে নারীমুক্তি আন্দোলনের পুরোধা, নির্ভীক সাংবাদিক সেই নার্গিস মোহম্মাদিই নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন এই বছর৷ ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার প্রপক হিসাবে তাঁর নাম ঘোষণা করেছে নরওয়ের নোবেল কমিটি৷
১৯৭২ সালে উত্তর-পশ্চিম ইরানের জ়ানজানে জন্ম৷ ফিজিক্স নিয়ে পড়াশোনা৷ পরে ইঞ্জিনিয়ারিংও পড়েন৷ কিন্তু, বেশিদিন সেই পেশায় থাকেননি৷ যোগ দেন সাংবাদিকতার কাজে৷ তবে সেন্টার ফর হউমান রাইটস ডিফেন্ডারের সদস্য হিসাবে তাঁর কাজ সবচেয়ে বেশি নজর কাড়ে মানুষের৷ ইরানের মহিলাদের পড়াশোনা থেকে পোশাক, সার্বিক স্বাধীনতার প্রশ্নে বারবার সরব হন৷ চলে ক্ষমতাশীলের সঙ্গে মুখোমুখি লড়াই৷ সেই লড়াইয়ে মানসিক, শারীরিক সব দিক থেকেই একাধিক বার ক্ষতবিক্ষত হতে হয়েছে তাঁকে৷ তবে কখনও থেমে যাননি৷
advertisement
BREAKING NEWS
The Norwegian Nobel Committee has decided to award the 2023 #NobelPeacePrize to Narges Mohammadi for her fight against the oppression of women in Iran and her fight to promote human rights and freedom for all.#NobelPrize pic.twitter.com/2fyzoYkHyf— The Nobel Prize (@NobelPrize) October 6, 2023
advertisement
advertisement
আরও পড়ুন: কামদুনি কাণ্ডে ফাঁসির সাজা রদ হাইকোর্টে, ১০ হাজার টাকার বিনিময়ে জেলমুক্ত ৩
এদিন নোবেল কমিটি নার্গিসের নাম ঘোষণা করে লেখেন, ‘‘ব্যক্তিগত বহু ক্ষতি স্বীকার করে নার্গিস তাঁর লড়াই চালিয়ে গিয়েছেন৷ নারীর বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে, সাধারণ মানুষের স্বাধীনতা ও অধিকারের পক্ষে লড়াই চালিয়ে গিয়েছেন৷’’
advertisement
বর্তমানেও জেলের ভিতরেই বন্দি নার্গিস৷ তাঁর নোবেল পাওয়া নিয়ে তাঁর প্রতিক্রিয়া পাওয়ার তো কোনও প্রশ্নই নেই৷ তবে, নার্গিসের ভাই হামিদ্রেজা মোহাম্মদি বলেন, ‘‘আমার মনে হয়, এর ফলে ইরানের অবস্থা কিছুটা হলেও ভাল হবে৷ ওখানকার অবস্থা ভয়ঙ্কর৷ যাঁরা প্রতিবাদী, আন্দোলনকারী, তাঁরা খুনও হয়ে যেতে পারেন ওখানে৷ নার্গিসের এই খবরে আমি খুশি৷’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
October 06, 2023 4:12 PM IST