Durga Puja 2023: টাকা না প্রেম, কেমন কাটবে এবারের পুজো? বলে দেবে আপনার নামের শুরুর অক্ষর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এঁরা খুব পরিশ্রমী৷ ক্লান্তি যেন এঁদের ছুঁতে পারে না৷ গঠনমূলক কাজে জড়িয়ে থাকতে পছন্দ করেন৷ পুজোর মাসটা এঁদের বেশ ভালই যাবে৷ টাকা, প্রেম, খ্যাতি সবই পাবেন৷ তবে দুর্ঘটনার যোগ রয়েছে, সাবধানে থাকবেন৷
advertisement
A: যাঁদের নাম A দিয়ে শুরু, তাঁরা সাধারণত, স্বচ্ছ, নির্ভীক এবং আত্মবিশ্বাসী হন৷ যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে তাঁদের খুব একটা সময় লাগে না৷ তবে, সাহসী মনোভাব হওয়ার কারণে মাঝেমধ্যে অকারণ বিপদের মুখেও পড়ে যান তাঁরা৷ জ্যোতিষ পণ্ডিতেরা বলছেন, এবারের পুজোয় নতুন প্রেম আসতে পারে এঁদের জীবনে৷ তবে. পাশাপাশি, শরীরিক সমস্যাও থাকতে পারে৷ পুজোর সময় লোভে পড়ে বেশি কিছু উল্টোপাল্টা না খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা৷ এতে লাভ কিছুই হবে না, উল্টে হবে ক্ষতি৷
advertisement
B: যাঁদের নামের শুরু B দিয়ে, তাঁরা খুব দায়িত্ববান হন৷ কাছের লোকেদের যত্ন নিতে ভালবাসেন৷ প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও সঙ্গীর প্রতি বিশেষ যত্নবান হন৷ তাঁদের ইচ্ছে-অনিচ্ছের সহজেই বুঝে ফেলতে পারেন৷ পুজোর মাসটা এঁদের কাছে খুবই গুরুত্বপূর্ণ৷ কারণে, বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নিতে হতে পারে এঁদের৷
advertisement
C: এই মানুষেরা চরিত্রগত দিক থেকে সৃজনশীল৷ যে কোনও গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন৷ অন্যদের সঙ্গেও মিশে যেতে পারেন সহজে৷ বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করার ক্ষমতাও এঁদের মধ্যে বেশি৷ পুজোর সময়টা টাকা এবং প্রেম দুইয়ের দিক থেকেই মাঝারি রকম কাটবে এঁদের৷ পারিবারিক পরিবেশও তেমন সুখময় না-ও থাকতে পারে৷
advertisement
D: এঁরা চারিত্রিক দিক থেকে অত্যন্ত পরিশ্রমী হন৷ ব্যবসা হোক কি চাকরি সব ক্ষেত্রেই পরিশ্রম এঁদের কাঙ্খিত সাফল্য এনে দেয়৷ তবে কখনও কখনও সব কিছুতে সাফল্য পাওয়ার আকাঙ্খা এঁদের দৃশ্যত আত্মকেন্দ্রিক করে তোলে৷ এবারের পুজোয় এঁদের হাতে ভালরকম টাকা আসবে৷ কিন্তু, কিছুই ধরে রাখতে পারবেন না৷ সবই প্রায় জলের মতো হুহু করে খরচ হয়ে যাবে৷ ব্যয়ে নিয়ন্ত্রণ রাখতে হবে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement