Kolutola Fire: ১১ নং কলুটোলার বিল্ডিংয়ে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Kolutola Fire: আগুন নেভাতে মোট পঁচিশ থেকে ত্রিশটি ইঞ্জিন ব্যবহার হয়েছে।
#কলকাতা: ১১ নং কলুটোলা স্ট্রিটে আজ সকাল ১০:৩০ মিনিট নাগাদ আগুন (Kolutola Fire) লাগে।স্থানীয়দের বক্তব্য রাস্তার ধারে দোতলার একটি ঘরের বারান্দা থেকে প্রথমে ধোঁওয়া বেরোতে থাকে।সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে দুটি দমকলের ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে।কিন্তু আগুনের শিখা এতটাই তীব্র হতে থাকে যে,দমকলের দুটি ইঞ্জনের জল মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়।ঘটনাস্থলে গিয়ে ১১:৩০ মিনিট নাগাদ দেখা যায়,দমকলের যে দুটি ইঞ্জিন ছিল,তাতে জল নেই।তবে মিনিট কুড়ির মধ্যে চলে আসে জলভর্তি দমকলের ইঞ্জিন।
প্রথমে দমকল কর্মীরা রাস্তার দিকে বারান্দার আগুন নেভানোর কাজ শুরু করে।দমকলের কর্মীদের সঙ্গে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট ও স্থানীয় যুবকরা হাত লাগায়। দু'ঘণ্টা পর্যন্ত দমকলকর্মীরা কোনভাবে বিল্ডিংএর ভেতরে ঢুকতে পারেনি।অবশেষে বিল্ডিংয়ের ভেতরের দিকটাতে দমকলের কর্মীরা ঢুকতে সক্ষম হয়।বিল্ডিং বাইরে থেকে বারান্দার আগুন (Fire) নেভানোর কাজ শুরু করে।সেই সময় দোতালায় বিকট শব্দে কিছু ফাটে।আতঙ্কে হুড়মুড়িয়ে সবাই দৌড়াতে থাকে এদিক ওদিক।
advertisement

advertisement
যেহেতু ওই বিল্ডিংটি কলুটোলা এলাকায়,রাস্তাগুলো অনেকটাই সংকীর্ণ।ফলে দমকলের গাড়ি যাতায়াত করা অনেকটা সমস্যা হয়।বেলা তিনটে নাগাদ দমকল কর্মীরা দোতলায় উঠতে সমর্থ হয় এবং দরজা ভেঙে সাটার কেটে আগুন নেভাতে সক্ষম হয়।দমকল কর্মীদের বেগ পাওয়ার একটাই কারণ।ওই বিল্ডিংটি বহু পুরানো।কাঠের কড়ি বর্গার।বিল্ডিংএর যে সমস্ত অফিস রয়েছে সেগুলোও পর্যন্ত প্লাই এবং কাঠ দিয়ে তৈরি।জানালা দরজা,বারান্দার থাম সবই কাঠের।যারফলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছিল।অনেকে বলেন ইলেকট্রিক সর্টসার্কিট থেকেই আগুন।তবে মাকড়সার জলের সারা বিল্ডিংয়ের জুড়ে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।সেই আগুন নেভাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় দমকলকে।
advertisement
আরও পড়ুন - পকেটে ২১ হাজার রয়েছে, এখনই বুকিং করে ফেলুন ভারতের বাজারে Tata Motors-র নতুন গাড়ি মাইক্রো SUV, Tata Punch
বিকেল ছটা নাগাদ আগুন আয়ত্তে আসে এবং কুলিং এর কাজ শুরু করে দমকল। সন্ধ্যা পর্যন্ত আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।ওই বিল্ডিংয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক ছিল না।সেটাই কিন্তু দাবি করছিলেন দমকল কর্মীরা।আগুন নেভাতে মোট পঁচিশ থেকে ত্রিশটি ইঞ্জিন ব্যবহার হয়েছে।
advertisement
SHANKU SANTRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Oct 05, 2021 3:49 AM IST










