পকেটে ২১ হাজার রয়েছে, এখনই বুকিং করে ফেলুন ভারতের বাজারে Tata Motors-র নতুন গাড়ি মাইক্রো SUV, Tata Punch

Last Updated:

TATA Motors-র আর একটি গাড়ি Altroz-এর মতোই Impact 2.0 ডিজাইন ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরি হয়েছে Tata Punch৷ জানুন দরদাম থেকে ফিচার্স৷

tata punch micro suv finally breaks cover see variants colours , price and all features
tata punch micro suv finally breaks cover see variants colours , price and all features
#কলকাতা: ভারতের বাজারে সোমবার ৪ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করল Tata Punch৷ টাটা মোটরস্ (Tata Motors) সংস্থার এই micro SUV গাড়িটি তৈরি করা হয়েছে ALFA-ARC (Agile Light Flexible Advanced Architecture) প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে৷ এই সংস্থারই আর একটি গাড়ি Altroz-এর মতোই Impact 2.0 ডিজাইন ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরি হয়েছে Tata Punch৷
আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই আজ থেকে শুরু হয়ে গিয়েছে গাড়িটির বুকিংও৷ সংস্থার তরফে জানানো হয়েছে যে, টাটা মোটরস্ ডিলারশিপ অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মাত্র ২১ হাজার টাকা দিয়ে গ্রাহকরা নিজেদের গাড়ি বুক করতে পারবেন৷ শুধু তা-ই নয়, গ্রাহকরা গাড়ির কোন ভ্যারিয়্যান্টের মডেল বাছবেন, তার জন্য টাটা মোটরস্-এর তরফে ভার্চুয়াল শো-রুম বানানো হয়েছে৷ তবে Tata Punch-এর বাজারদর (Price of Tata Punch)  কত, তা এখনও জানায়নি প্রস্তুতকারক সংস্থা৷ ২০ অক্টোবরের পর এই নতুন এসইউভি-র দাম প্রকাশ করবে টাটা মোটরস৷
advertisement
advertisement
Tata Punch গাড়িতে থাকছে ১৫-১৬ ইঞ্চির ডায়মন্ড কাট অ্যালয় চাকা৷ আর থাকবে কম্যান্ডিং ড্রাইভিং পজিশন এবং ১৮৭ মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স৷ টাটা মোটরস্-এর দাবি, এই গাড়িতে থাকছে ৩৭০ মিলিমিটারের ওয়াটার ওয়েডিংয়ের ক্ষমতা৷
advertisement
Tata Punch-এ Dyna-Pro টেকনোলজির সঙ্গে ১.২ লিটারের রেভোট্রন ইঞ্জিন থাকবে৷ যা থেকে ৮৬ PS power এবং 113 Nm টর্ক উৎপন্ন হবে৷ এ ছাড়াও ইঞ্জিনে রয়েছে ৫-স্পিড ম্যানুয়াল এবং অটোম্যাটিক গিয়ারবক্স৷ AMT gearbox-এর Traction Pro-এর জন্য কাদা-মাটির রাস্তাতেও ভালো ভাবে গাড়ি চালানো যাবে৷ আর এই গাড়িতে থাকছে অ্যাডজাস্টেড টিউনিং ম্যাপও৷
Tata Punch-এ রয়েছে City এবং Eco ড্রাইভ মোড৷ আর এর ফলে সিগন্যাল অথবা ট্র্যাফিকে স্বয়ংক্রিয় ভাবে বা অটোম্যাটিক্যালি গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাবে৷
advertisement
Tata Punch গাড়ির ভিতরের অংশটা বেশ খোলামেলা রেখেই ডিজাইন করা হয়েছে৷ গাড়ির ড্যাশবোর্ডে থাকছে ৪ ইঞ্চি এবং ৭ ইঞ্চির Harman Infotainment System-এর ফ্লোটিং আইল্যান্ড৷ আর এই গাড়ির সব থেকে দামি মডেলে থাকছে 7-inch TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার৷ এ ছাড়াও Punch-এর স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলের কারণে কোনও অসুবিধা ছাড়াই মসৃণ ভাবে সহজেই ড্রাইভিং করা যাবে৷
advertisement
টাটা মোটরস্-এর এই গাড়িতে রয়েছে ফ্ল্যাট ফ্লোর, যার ফলে গাড়ির মধ্যে আরাম করে বসা যাবে৷ আর গাড়িতে যে হেতু খোলামেলা জায়গা রয়েছে, সেই কারণে গাড়ির চালক এবং যাত্রী নিজেদের মালপত্র আরামসে রাখতে পারবেন৷ অর্থাৎ এই গাড়িতে রয়েছে ২৫ ইউটিলিটি স্পেসেস৷ এ ছাড়া এই মাইক্রো SUV গাড়ির মধ্যে রয়েছে ৩৬৬ লিটারের বুট স্পেসও৷
advertisement
Tata Punch গাড়ি পাওয়া যাবে মোট চার রকম ভ্যারিয়্যান্টে- Pure, Adventure, Accomplished এবং Creative৷ এই গাড়ির নিরাপত্তা সংক্রান্ত ফিচারগুলিও বেশ ভালো৷ যেমন- প্রতিটি ভ্যারিয়্যান্টের গাড়িতেই থাকবে ডুয়াল এয়ারব্যাগ, EBD এবং কর্নার সেফটি কন্ট্রোলের সঙ্গে ABS, ISOFIX, Brake Sway Control ইত্যাদি৷
সব ক’টি ভ্যারিয়্যান্টই কাস্টমাইজ করা যাবে কাস্টম প্যাকের মাধ্যমে৷ কিছু আলাদা অ্যাড-অন-সহ Pure এবং Adventure ভ্যারিয়্যান্টের কাস্টম প্যাকের নাম Rhythm, Accomplished ভ্যারিয়্যান্টের কাস্টম প্যাক হল Dazzle এবং IRA যুক্ত কার টেকনোলজি-সহ Creative ভ্যারিয়্যান্টের কাস্টম প্যাকের নাম IRA৷
advertisement
Tata Punch গাড়ি মিলবে মোট ৭টি রঙে-- ওরকাস হোয়াইট, অ্যাটোমিক অরেঞ্জ, ডেটোনা গ্রে, মিটিও ব্রোঞ্জ, ক্যালিপসো রেড, ট্রপিক্যাল মিস্ট এবং টর্নেডো ব্লু৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পকেটে ২১ হাজার রয়েছে, এখনই বুকিং করে ফেলুন ভারতের বাজারে Tata Motors-র নতুন গাড়ি মাইক্রো SUV, Tata Punch
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement