পকেটে ২১ হাজার রয়েছে, এখনই বুকিং করে ফেলুন ভারতের বাজারে Tata Motors-র নতুন গাড়ি মাইক্রো SUV, Tata Punch
- Published by:Debalina Datta
Last Updated:
TATA Motors-র আর একটি গাড়ি Altroz-এর মতোই Impact 2.0 ডিজাইন ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরি হয়েছে Tata Punch৷ জানুন দরদাম থেকে ফিচার্স৷
#কলকাতা: ভারতের বাজারে সোমবার ৪ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করল Tata Punch৷ টাটা মোটরস্ (Tata Motors) সংস্থার এই micro SUV গাড়িটি তৈরি করা হয়েছে ALFA-ARC (Agile Light Flexible Advanced Architecture) প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে৷ এই সংস্থারই আর একটি গাড়ি Altroz-এর মতোই Impact 2.0 ডিজাইন ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরি হয়েছে Tata Punch৷
আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই আজ থেকে শুরু হয়ে গিয়েছে গাড়িটির বুকিংও৷ সংস্থার তরফে জানানো হয়েছে যে, টাটা মোটরস্ ডিলারশিপ অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মাত্র ২১ হাজার টাকা দিয়ে গ্রাহকরা নিজেদের গাড়ি বুক করতে পারবেন৷ শুধু তা-ই নয়, গ্রাহকরা গাড়ির কোন ভ্যারিয়্যান্টের মডেল বাছবেন, তার জন্য টাটা মোটরস্-এর তরফে ভার্চুয়াল শো-রুম বানানো হয়েছে৷ তবে Tata Punch-এর বাজারদর (Price of Tata Punch) কত, তা এখনও জানায়নি প্রস্তুতকারক সংস্থা৷ ২০ অক্টোবরের পর এই নতুন এসইউভি-র দাম প্রকাশ করবে টাটা মোটরস৷
advertisement
আরও পড়ুন - Facebook, WhatsApp, Instagram পরিষেবা বিপর্যস্ত, Twitter -ই ভরসা, এখানেই ক্ষমা চাইল সব সোশ্যাল মিডিয়া
advertisement
Tata Punch গাড়িতে থাকছে ১৫-১৬ ইঞ্চির ডায়মন্ড কাট অ্যালয় চাকা৷ আর থাকবে কম্যান্ডিং ড্রাইভিং পজিশন এবং ১৮৭ মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স৷ টাটা মোটরস্-এর দাবি, এই গাড়িতে থাকছে ৩৭০ মিলিমিটারের ওয়াটার ওয়েডিংয়ের ক্ষমতা৷
advertisement
Tata Punch-এ Dyna-Pro টেকনোলজির সঙ্গে ১.২ লিটারের রেভোট্রন ইঞ্জিন থাকবে৷ যা থেকে ৮৬ PS power এবং 113 Nm টর্ক উৎপন্ন হবে৷ এ ছাড়াও ইঞ্জিনে রয়েছে ৫-স্পিড ম্যানুয়াল এবং অটোম্যাটিক গিয়ারবক্স৷ AMT gearbox-এর Traction Pro-এর জন্য কাদা-মাটির রাস্তাতেও ভালো ভাবে গাড়ি চালানো যাবে৷ আর এই গাড়িতে থাকছে অ্যাডজাস্টেড টিউনিং ম্যাপও৷
Tata Punch-এ রয়েছে City এবং Eco ড্রাইভ মোড৷ আর এর ফলে সিগন্যাল অথবা ট্র্যাফিকে স্বয়ংক্রিয় ভাবে বা অটোম্যাটিক্যালি গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাবে৷
advertisement
আরও পড়ুন - IPL 2021: ব্যাট হাতে হতশ্রী MS Dhoni, এখনও অবধি আইপিএলে সবচেয়ে খারাপ পারফরম্যান্স মাহির
Tata Punch গাড়ির ভিতরের অংশটা বেশ খোলামেলা রেখেই ডিজাইন করা হয়েছে৷ গাড়ির ড্যাশবোর্ডে থাকছে ৪ ইঞ্চি এবং ৭ ইঞ্চির Harman Infotainment System-এর ফ্লোটিং আইল্যান্ড৷ আর এই গাড়ির সব থেকে দামি মডেলে থাকছে 7-inch TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার৷ এ ছাড়াও Punch-এর স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলের কারণে কোনও অসুবিধা ছাড়াই মসৃণ ভাবে সহজেই ড্রাইভিং করা যাবে৷
advertisement
টাটা মোটরস্-এর এই গাড়িতে রয়েছে ফ্ল্যাট ফ্লোর, যার ফলে গাড়ির মধ্যে আরাম করে বসা যাবে৷ আর গাড়িতে যে হেতু খোলামেলা জায়গা রয়েছে, সেই কারণে গাড়ির চালক এবং যাত্রী নিজেদের মালপত্র আরামসে রাখতে পারবেন৷ অর্থাৎ এই গাড়িতে রয়েছে ২৫ ইউটিলিটি স্পেসেস৷ এ ছাড়া এই মাইক্রো SUV গাড়ির মধ্যে রয়েছে ৩৬৬ লিটারের বুট স্পেসও৷
advertisement
Tata Punch গাড়ি পাওয়া যাবে মোট চার রকম ভ্যারিয়্যান্টে- Pure, Adventure, Accomplished এবং Creative৷ এই গাড়ির নিরাপত্তা সংক্রান্ত ফিচারগুলিও বেশ ভালো৷ যেমন- প্রতিটি ভ্যারিয়্যান্টের গাড়িতেই থাকবে ডুয়াল এয়ারব্যাগ, EBD এবং কর্নার সেফটি কন্ট্রোলের সঙ্গে ABS, ISOFIX, Brake Sway Control ইত্যাদি৷
সব ক’টি ভ্যারিয়্যান্টই কাস্টমাইজ করা যাবে কাস্টম প্যাকের মাধ্যমে৷ কিছু আলাদা অ্যাড-অন-সহ Pure এবং Adventure ভ্যারিয়্যান্টের কাস্টম প্যাকের নাম Rhythm, Accomplished ভ্যারিয়্যান্টের কাস্টম প্যাক হল Dazzle এবং IRA যুক্ত কার টেকনোলজি-সহ Creative ভ্যারিয়্যান্টের কাস্টম প্যাকের নাম IRA৷
advertisement
Tata Punch গাড়ি মিলবে মোট ৭টি রঙে-- ওরকাস হোয়াইট, অ্যাটোমিক অরেঞ্জ, ডেটোনা গ্রে, মিটিও ব্রোঞ্জ, ক্যালিপসো রেড, ট্রপিক্যাল মিস্ট এবং টর্নেডো ব্লু৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 05, 2021 2:54 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পকেটে ২১ হাজার রয়েছে, এখনই বুকিং করে ফেলুন ভারতের বাজারে Tata Motors-র নতুন গাড়ি মাইক্রো SUV, Tata Punch