শব্দবাজির বিরুদ্ধে প্রতিবাদ করে হেনস্থার শিকার কাউন্সিলর ! এখনও অধরা অভিযুক্ত

Last Updated:

শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় বরানগর পৌরসভার ২৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুবিমান ঘোষ- কে মারধরের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নি বরানগর থানার পুলিশ।

#কলকাতা:  শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় বরানগর পৌরসভার ২৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুবিমান ঘোষ- কে মারধরের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নি বরানগর থানার পুলিশ।
মঙ্গলবার রাত ১১টা নাগাদ রাম লাল আগরওয়াল লেনের বাসিন্দা শিব প্রসাদ সাউ নামের এখ বাসিন্দা শব্দ বাজি ফাটাচ্ছিলেন বলে অভিযোগ ৷ আর এই ঘটনারই প্রতিবাদ করে তার প্রতিবেশী। এরপর কাউন্সিলার সুবিমানবাবু ঘটনাস্থলে গেলে শিব প্রসাদ সাউয়ের লোকজন তাঁর ওপর চড়াও হয় ৷ সুবিমানবাবুর চশমা ভেঙে দেওয়ার পাশাপাশি তাঁকে মারধর এবং হেনস্তা করা হয় বলে অভিযোগ।
advertisement
এরপর বরানগর থানায় এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়।দু’পক্ষই অভিযোগ দায়ের করে। পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। একজন জন- প্রতিনিধি শব্দবাজির প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হওয়ার ঘটনায় এখন কেন কেউ গ্রেফতার হতে পারেনি তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই।
advertisement
এদিকে গোপনসূত্রে খবর পেয়ে ক্যানিং মহকুমা এলাকায় প্রায় ১০০ বোতল জাল বিলিতি মদ উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে ক্যানিং মহকুমার বাসন্তী, গোসাবা এলাকায় তল্লাশি চালিয়ে এই মদের বোতলগুলি-সহ পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ, বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হয়। সুন্দরবনের বিভিন্ন এলাকায় এভাবেই বিক্রি হচ্ছে নকল বিলিতি মদ বলে দাবি পুলিশের।
বাংলা খবর/ খবর/কলকাতা/
শব্দবাজির বিরুদ্ধে প্রতিবাদ করে হেনস্থার শিকার কাউন্সিলর ! এখনও অধরা অভিযুক্ত
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement