Indian Railways: '৪-৫ ঘণ্টাতেও অফিস ঢুকতে পারলাম না', চরম দুর্ভোগে যাত্রীরা, শিয়ালদহ-বনগাঁ-হাসনাবাদ শাখায় পর পর দাঁড়িয়ে ট্রেন

Last Updated:
Indian Railways: শিয়ালদহ বনগাঁ সহ হাসনাবাদ শাখায় বিপর্যস্ত ট্রেন চলাচল। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও ট্রেনে উঠতে পারেননি। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। বাতিল করা হয়েছে দু-জোড়া দত্তপুকুর লোকাল, দু-জোড়া, হাবরা লোকাল-সহ বেশ কয়েকটি বনগাঁ লোকাল।
1/6
*উত্তর ২৪ পরগনা, রুদ্রনারায়ণ রায়: রাতভর টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল। সকাল থেকে বিভিন্ন স্টেশন ও রেললাইনে জল দাঁড়িয়ে যাওয়ায় একাধিক লোকাল বাতিল করতে বাধ্য হয়েছে।
*উত্তর ২৪ পরগনা, রুদ্রনারায়ণ রায়: রাতভর টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল। সকাল থেকে বিভিন্ন স্টেশন ও রেললাইনে জল দাঁড়িয়ে যাওয়ায় একাধিক লোকাল বাতিল করতে বাধ্য হয়েছে।
advertisement
2/6
*লাইনের উপর জমে থাকা জল পাম্পের সাহায্যে সরানোর কাজ শুরু হলেও অফিস টাইমে ভোগান্তির শিকার হন হাজার হাজার যাত্রী। রেল সূত্রে খবর, প্রবল বর্ষার কারণে ডাউন এসি বনগাঁ লোকাল বাতিল করা হয়েছে। পাশাপাশি, একাধিক ট্রেন বাতিল হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের।
*লাইনের উপর জমে থাকা জল পাম্পের সাহায্যে সরানোর কাজ শুরু হলেও অফিস টাইমে ভোগান্তির শিকার হন হাজার হাজার যাত্রী। রেল সূত্রে খবর, প্রবল বর্ষার কারণে ডাউন এসি বনগাঁ লোকাল বাতিল করা হয়েছে। পাশাপাশি, একাধিক ট্রেন বাতিল হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের।
advertisement
3/6
*শুরুতে দমদম পর্যন্ত আংশিক ট্রেন চালু থাকলেও, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পরে শিয়ালদহ পর্যন্ত ট্রেন চালানো সম্ভব হয়েছে। তবে অধিকাংশ ট্রেনই দেরিতে চলছে বলে বারাসাত রেল আধিকারিক। ফলে অফিস টাইমে প্ল্যাটফর্ম থেকে লোকাল ট্রেনের কামরা সব জায়গাতেই উপচে পড়া ভিড়।
*শুরুতে দমদম পর্যন্ত আংশিক ট্রেন চালু থাকলেও, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পরে শিয়ালদহ পর্যন্ত ট্রেন চালানো সম্ভব হয়েছে। তবে অধিকাংশ ট্রেনই দেরিতে চলছে বলে বারাসাত রেল আধিকারিক। ফলে অফিস টাইমে প্ল্যাটফর্ম থেকে লোকাল ট্রেনের কামরা সব জায়গাতেই উপচে পড়া ভিড়।
advertisement
4/6
*অনেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও ট্রেনে উঠতে পারেননি। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। বাতিল করা হয়েছে দু-জোড়া দত্তপুকুর লোকাল, দু-জোড়া, হাবরা লোকাল-সহ বেশ কয়েকটি বনগাঁ লোকাল।
*অনেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও ট্রেনে উঠতে পারেননি। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। বাতিল করা হয়েছে দু-জোড়া দত্তপুকুর লোকাল, দু-জোড়া, হাবরা লোকাল-সহ বেশ কয়েকটি বনগাঁ লোকাল।
advertisement
5/6
*চালানো হচ্ছে প্যাসেঞ্জার স্পেশ্যাল ট্রেন। তবে ট্রেন চলাচল অনিয়ন্ত্রিত এখনও। বারাসাত স্টেশনে অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেল, এক ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকলেও মিলছে না ট্রেন। ফলে অনেকেই এদিন কর্মস্থলের বদলে ফিরে যাচ্ছেন বাড়িতে।
*চালানো হচ্ছে প্যাসেঞ্জার স্পেশ্যাল ট্রেন। তবে ট্রেন চলাচল অনিয়ন্ত্রিত এখনও। বারাসাত স্টেশনে অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেল, এক ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকলেও মিলছে না ট্রেন। ফলে অনেকেই এদিন কর্মস্থলের বদলে ফিরে যাচ্ছেন বাড়িতে।
advertisement
6/6
*শিয়ালদহ-বনগাঁ শাখার পাশাপাশি শিয়ালদহ-হাসনাবাদ শাখার ছবিটাও ঠিক একইরকম। শুধু তাই নয়, বিধাননগর স্টেশনের নিচেও হাঁটু জল জমে। তার মধ্যে দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষজন। সব মিলিয়ে টানা বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত জনজীবন।
*শিয়ালদহ-বনগাঁ শাখার পাশাপাশি শিয়ালদহ-হাসনাবাদ শাখার ছবিটাও ঠিক একইরকম। শুধু তাই নয়, বিধাননগর স্টেশনের নিচেও হাঁটু জল জমে। তার মধ্যে দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষজন। সব মিলিয়ে টানা বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত জনজীবন।
advertisement
advertisement
advertisement