Nipah Virus: নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভর্তি বেলেঘাটা আইডি-তে, অবশেষে এল নমুনা পরীক্ষার রিপোর্ট

Last Updated:

স্বাস্থ্যভবন সূত্রে খবর, প্রথম থেকেই ওই রোগীর উপরে নজর রাখা হচ্ছিল। কিছু কিছু উপসর্গ মিলে গেলেও ওই যুবকের শারীরিক অবস্থার আর কোনও অবনতি হয়নি। তবে পুণে থেকে রিপোর্ট আসার পরে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেল।

কলকাতা: অবশেষে এল সেই বহু প্রতিক্ষিত রিপোর্ট৷ কেরল ফেরত এক পরিযায়ী শ্রমিকের জ্বরের সমস্যা নিয়ে রীতিমতো ভয়ে কাঁটা হয়েছিল রাজ্যের স্বাস্থ্য দফতর৷ শোনা গিয়েছিল ওই শ্রমিক যেখানে কাজ করতেন, সেখানে তাঁর সঙ্গীরাও নিপা ভাইরাসে আক্রান্ত ছিলেন৷ ওই ব্যক্তির শরীরেও নিপা ভাইরাসের আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিয়েছিল৷ তবে, স্বস্তির খবর, রিপোর্টে জানা গিয়েছে ওই ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত নন৷
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা ২৬ বছর বয়সি এক যুবককে নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সম্প্রতি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল৷ পরে ওই রোগীর লালারসের নমুনা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল৷ সেখান থেকেই রিপোর্ট আসে শুক্রবার৷
আরও পড়ুন:কলকাতায় ফের ডেঙ্গিতে মৃত্যু! সপ্তম শ্রেণির পড়ুয়ার পরে এবার ছেষট্টির বৃদ্ধ, ক্রমেই বাড়ছে আতঙ্ক
স্বাস্থ্যভবন সূত্রে খবর, প্রথম থেকেই ওই রোগীর উপরে নজর রাখা হচ্ছিল। কিছু কিছু উপসর্গ মিলে গেলেও ওই যুবকের শারীরিক অবস্থার আর কোনও অবনতি হয়নি। তবে পুণে থেকে রিপোর্ট আসার পরে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেল।
advertisement
advertisement
দক্ষিণ ভারতে হুহু করে ছড়াচ্ছে নিপা ভাইরাস৷ মূলত ফ্রুট ব্যাট নামক বাদুড় থেকেই ছড়ায় এই নিপা ভাইরাস৷ এই ভাইরাস অত্যন্ত সংক্রামক এবং মারণ ক্ষমতাও বেশি৷ এই ভাইরাসের আক্রান্ত হওয়ার লক্ষণগুলি যদিও খুবই সাধারণ৷ তা দেখে সন্দেহের উদ্রেক হওয়ার তেমন কোনও অবকাশই থাকে৷ না৷ জ্বর, গা-হাত পায়ে ব্যথা, পা ফুলে যাওয়া- এ সবই নিপা ভাইরাসের উপসর্গ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nipah Virus: নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভর্তি বেলেঘাটা আইডি-তে, অবশেষে এল নমুনা পরীক্ষার রিপোর্ট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement