Personality Check: ‘S’ দিয়ে শুরু নাম? আপনি কি খুব জেদি..আর কী দোষ আছে আপনার, কী-ই বা গুণ? দেখুন তো মেলে কি না

Last Updated:
এমনকি, কোনও ব্যক্তি কী ধরনের পেশার জন্য উপযুক্ত, তা-ও বলে দেওয়া যায় নামের আদ্যক্ষর থেকে৷ এই প্রতিবেদনে আমরা জানব, কারও যদি নাম ‘S’ দিয়ে শুরু হয়, কী কী গুণ থাকতে পারে তাঁর, দোষই বা কী থাকবে? কোন পেশা হবে তাঁর জন্য সবচেয়ে উপযুক্ত৷
1/7
কথায় বলে নামে কী-ই বা আসে যায়৷ কিন্তু, জ্ঞানত-অজ্ঞানত এই নামই কিন্তু আপনার পার্সোনালিটি সম্পর্কে অনেক কিছুই বলে দিতে পারে৷ প্রতিটা নামের সঙ্গেই জড়িয়ে থাকে আলাদা শক্তি, প্রতিটা নামই আলাদা করে কোমল, প্রতিটা নামেরই আলাদা সৌন্দর্য থাকে৷ কথিত আছে, কোনও ব্যক্তির নামের আদ্যক্ষর দিয়েই সেই ব্যক্তির ব্যক্তিত্ব, তাঁর চরিত্র, পছন্দ-অপছন্দ খানিকটা হলেও অনুমান করা যায়৷
কথায় বলে নামে কী-ই বা আসে যায়৷ কিন্তু, জ্ঞানত-অজ্ঞানত এই নামই কিন্তু আপনার পার্সোনালিটি সম্পর্কে অনেক কিছুই বলে দিতে পারে৷ প্রতিটা নামের সঙ্গেই জড়িয়ে থাকে আলাদা শক্তি, প্রতিটা নামই আলাদা করে কোমল, প্রতিটা নামেরই আলাদা সৌন্দর্য থাকে৷ কথিত আছে, কোনও ব্যক্তির নামের আদ্যক্ষর দিয়েই সেই ব্যক্তির ব্যক্তিত্ব, তাঁর চরিত্র, পছন্দ-অপছন্দ খানিকটা হলেও অনুমান করা যায়৷
advertisement
2/7
এমনকি, কোনও ব্যক্তি কী ধরনের পেশার জন্য উপযুক্ত, তা-ও বলে দেওয়া যায় নামের আদ্যক্ষর থেকে৷ এই প্রতিবেদনে আমরা জানব, কারও যদি নাম ‘S’ দিয়ে শুরু হয়, কী কী গুণ থাকতে পারে তাঁর, দোষই বা কী থাকবে? কোন পেশা হবে তাঁর জন্য সবচেয়ে উপযুক্ত৷
এমনকি, কোনও ব্যক্তি কী ধরনের পেশার জন্য উপযুক্ত, তা-ও বলে দেওয়া যায় নামের আদ্যক্ষর থেকে৷ এই প্রতিবেদনে আমরা জানব, কারও যদি নাম ‘S’ দিয়ে শুরু হয়, কী কী গুণ থাকতে পারে তাঁর, দোষই বা কী থাকবে? কোন পেশা হবে তাঁর জন্য সবচেয়ে উপযুক্ত৷
advertisement
3/7
মৌলিক গুণাবলি: ‘S’ অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ছেলে-মেয়েরা সাধারণত খোলামেলা এবং বন্ধুত্বপূর্ণ হয়। যে কোনও মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন, প্রথমেই কারও দোষ-গুণ, ভালমন্দ বিচার করতে বসেন না এঁরা৷ মানুষের মাঝখানে থেকে, তাঁদের সঙ্গে মিশে থাকতে পছন্দ করেন৷ এঁরা খুব ভাল শ্রোতা হন৷ ধৈর্য ধরে অন্যদের কথা শোনেন এবং তাঁদের সুপরামর্শ দেন৷ শুধু তাই নয়, তাঁদের আশপাশের মানুষ যাতে ভাল থাকেন, আরামে থাকেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই দিকেও নজর রাখেন এঁরা৷
মৌলিক গুণাবলি: ‘S’ অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ছেলে-মেয়েরা সাধারণত খোলামেলা এবং বন্ধুত্বপূর্ণ হয়। যে কোনও মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন, প্রথমেই কারও দোষ-গুণ, ভালমন্দ বিচার করতে বসেন না এঁরা৷ মানুষের মাঝখানে থেকে, তাঁদের সঙ্গে মিশে থাকতে পছন্দ করেন৷ এঁরা খুব ভাল শ্রোতা হন৷ ধৈর্য ধরে অন্যদের কথা শোনেন এবং তাঁদের সুপরামর্শ দেন৷ শুধু তাই নয়, তাঁদের আশপাশের মানুষ যাতে ভাল থাকেন, আরামে থাকেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই দিকেও নজর রাখেন এঁরা৷
advertisement
4/7
প্রেম এবং সম্পর্ক:  যাঁদের নাম ‘S’ অক্ষর দিয়ে শুরু, তাঁরা সাধারণত খুবই রোমান্টিক প্রকৃতির মানুষ হন। তাছাড়া, শুধু প্রেম নয়, সব ধরনের সম্পর্ককেই সমান গুরুত্ব দেন এঁরা৷ অন্য মানুষের প্রতি তাঁদের এই ভালবাসা ও শ্রদ্ধার অনুভূতিও সহজে প্রকাশ করতে পারেন৷ জীবনসঙ্গীর প্রতি এঁরা প্রতিশ্রুতি বদ্ধ ও সৎ হন৷ সঙ্গীর প্রতি ভালবাসা ছাড়াও স্নেহের অনুভূতিও রাখেন৷
প্রেম এবং সম্পর্ক: যাঁদের নাম ‘S’ অক্ষর দিয়ে শুরু, তাঁরা সাধারণত খুবই রোমান্টিক প্রকৃতির মানুষ হন। তাছাড়া, শুধু প্রেম নয়, সব ধরনের সম্পর্ককেই সমান গুরুত্ব দেন এঁরা৷ অন্য মানুষের প্রতি তাঁদের এই ভালবাসা ও শ্রদ্ধার অনুভূতিও সহজে প্রকাশ করতে পারেন৷ জীবনসঙ্গীর প্রতি এঁরা প্রতিশ্রুতি বদ্ধ ও সৎ হন৷ সঙ্গীর প্রতি ভালবাসা ছাড়াও স্নেহের অনুভূতিও রাখেন৷
advertisement
5/7
কর্মজীবন এবং পেশা: যাঁদের নাম S দিয়ে শুরু, তাঁরা যে ক্ষেত্রেই থাকুন না কেন তাঁদের লক্ষ্যে অবিচল থাকেন। প্রকৃতিগতভাবে এঁরা কঠোর পরিশ্রমী। সৃজনশীল কাজ এবং শৈল্পিক ক্ষেত্রেও এঁদের আগ্রহ এবং আকর্ষণ থাকে। যেহেতু, এঁদের সহজেই নিজেদের প্রকাশ করার স্বাভাবিক ক্ষমতা আছে, তাই গান বা আঁকার মতো শিল্প এঁদের জন্য খুবই অনুকূল ক্ষেত্র। এঁরা খুব সহজেই যে কোনও সমস্যার দ্রুত সমাধান করতে পারে৷ নিজের লক্ষ্য পূরণে যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারেন এঁরা।
কর্মজীবন এবং পেশা: যাঁদের নাম S দিয়ে শুরু, তাঁরা যে ক্ষেত্রেই থাকুন না কেন তাঁদের লক্ষ্যে অবিচল থাকেন। প্রকৃতিগতভাবে এঁরা কঠোর পরিশ্রমী। সৃজনশীল কাজ এবং শৈল্পিক ক্ষেত্রেও এঁদের আগ্রহ এবং আকর্ষণ থাকে। যেহেতু, এঁদের সহজেই নিজেদের প্রকাশ করার স্বাভাবিক ক্ষমতা আছে, তাই গান বা আঁকার মতো শিল্প এঁদের জন্য খুবই অনুকূল ক্ষেত্র। এঁরা খুব সহজেই যে কোনও সমস্যার দ্রুত সমাধান করতে পারে৷ নিজের লক্ষ্য পূরণে যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারেন এঁরা।
advertisement
6/7
উপযুক্ত চাকরি/ক্ষেত্র: ডিজাইনার, আর্ট থেরাপিস্ট, ফ্যাশন ডিজাইনার, গ্রাফিক নভেল লেখক, জাদুঘর-প্রদর্শনীর কর্মী, মেকআপ আর্টিস্ট, ক্রিয়েটিভ রাইটার, আর্ট ডিরেক্টর, ম্যানেজমেন্ট কনসালটেন্ট, ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যাসিওরেন্স স্পেশালিস্ট, ফরেন্সিক স্পেশালিস্ট, সাইবার সিকিওরিটি অ্যানালিস্ট, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়র, পেটেন্ট অ্যাটর্নি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়র এবং টেকনিক্যাল রাইটার।
উপযুক্ত চাকরি/ক্ষেত্র: ডিজাইনার, আর্ট থেরাপিস্ট, ফ্যাশন ডিজাইনার, গ্রাফিক নভেল লেখক, জাদুঘর-প্রদর্শনীর কর্মী, মেকআপ আর্টিস্ট, ক্রিয়েটিভ রাইটার, আর্ট ডিরেক্টর, ম্যানেজমেন্ট কনসালটেন্ট, ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যাসিওরেন্স স্পেশালিস্ট, ফরেন্সিক স্পেশালিস্ট, সাইবার সিকিওরিটি অ্যানালিস্ট, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়র, পেটেন্ট অ্যাটর্নি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়র এবং টেকনিক্যাল রাইটার।
advertisement
7/7
দুর্বলতা এবং নেতিবাচকতা: S আদ্যক্ষরের নামের ব্যক্তিদের কয়েকটি নেতিবাচক দিকও রয়েছে। এঁরা পরিবর্তন পছন্দ করেন না৷ সহজে পরিবর্তনের মুখোমুখি হতে পারেন না৷ এঁরা খুব জেদিও হন৷ যা অনেকসময়ই এঁদের জন্য বিরূপ পরিস্থিতি ডেকে আনে। কখনও কখনও এঁরা পরিণতি সম্পর্কে ভাবনাচিন্তা না করেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলে।
দুর্বলতা এবং নেতিবাচকতা: S আদ্যক্ষরের নামের ব্যক্তিদের কয়েকটি নেতিবাচক দিকও রয়েছে। এঁরা পরিবর্তন পছন্দ করেন না৷ সহজে পরিবর্তনের মুখোমুখি হতে পারেন না৷ এঁরা খুব জেদিও হন৷ যা অনেকসময়ই এঁদের জন্য বিরূপ পরিস্থিতি ডেকে আনে। কখনও কখনও এঁরা পরিণতি সম্পর্কে ভাবনাচিন্তা না করেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলে।
advertisement
advertisement
advertisement