Calcutta High Court: ভূপতিনগর, পাঁশকুড়ার বিস্ফোরণে এনআই তদন্ত চেয়ে মামলা! আজই শুনানি হাইকোর্টে
- Published by:Debamoy Ghosh
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মামলা করার অনুমতি দিয়েছে।
#কলকাতা: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর এবং পাঁশকুড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা এবার গড়ালো কলকাতা হাই কোর্ট৷ জোড়া বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। তাঁর দাবি, এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছয়নি ফরেন্সিক দল। সমস্ত তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মামলা করার অনুমতি দিয়েছে। আজই বেলা দুটোর সময় মামলাটির শুনানি হবে৷
advertisement
গত শুক্রবার পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। গত সপ্তাহে পাঁশকুড়া থানার সামনে মজুত বাজিতে বিস্ফোরণে প্রাণ হারান এক সিভিক ভলেন্টিয়ার।
advertisement
গত শুক্রবার গভীর রাতে ভূপতিনগরে এক তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে৷ কীভাবে বিস্ফোরণ ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে৷ ইতিমধ্যেই এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 06, 2022 12:07 PM IST