NIA: 'গ্রেফতার নয়', ভূপতিনগরে NIA-কাণ্ডে বিরাট নির্দেশ আদালতের! ভোটের মাঝেই তুমুল শোরগোল

Last Updated:

NIA: ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA এর উপরে হামলার ঘটনার তদন্তের জন্য এনআইএ অফিসারদের তলব করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

ভূপতিনগর কাণ্ডে বড় নির্দেশ
ভূপতিনগর কাণ্ডে বড় নির্দেশ
কলকাতা: ভূপতিনগর কাণ্ডে NIA অফিসারদের গ্রেফতার নয়৷ রক্ষাকবচ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কেস নং ১৪০/২০২৪ ভূপতিনগর থানার তদন্ত চলবে । ভিডিও কনফারেন্সে NIA অফিসারদের জিজ্ঞাসাবাদে অনুমতি পুলিশকে। ৪৮ ঘন্টা আগে নোটিস দিয়ে জিজ্ঞাসাবাদে অনুমতি। জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যের রিপোর্টও তলব করেছে হাইকোর্ট। ২ সপ্তাহ পর পরবর্তী শুনানি।
ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA এর উপরে হামলার ঘটনার তদন্তের জন্য এনআইএ অফিসারদের তলব করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। অভিযোগকারী অফিসার এবং আক্রমণের সময় আহত একজন অফিসারকে তদন্তের স্বার্থে CRPC এর ১৬০ ধারার অধীনে নোটিস দেওয়া হয়েছে। অর্থাৎ সাক্ষী হিসাবে তলব করা হয়েছে। আহত অফিসারকে তাঁর চিকিৎসার কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে। হামলার বিষয়ে তাঁদের বক্তব্য বয়ান আকারে রেকর্ড করবে পুলিশের তদন্তকারী কর্মকর্তারা।
advertisement
advertisement
অন্যদিকে, ভূপতিনগরের ২১ বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া ৪০টি মামলার তদন্ত করতে পারবে না ভূপতিনগর থানার ওসি, অন্তর্বর্তী নির্দেশ জারি করে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বাকি মামলাগুলির তদন্ত চালু থাকলেও আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট নয়, এমনটাই নির্দেশ আদালতের।
advertisement
আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই ২১ নেতা কর্মীকে গ্রেফতার নয়, মৌখিক নির্দেশে জানিয়েছে আদালত। এই ৪০ টি মামলার মধ্যে কতগুলি ক্ষেত্রে বিস্ফোরণের অভিযোগ আছে এবং সেগুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কি জানানো হয়েছে? রিপোর্ট দিয়ে জানাবে রাজ্য, এমন-ই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। ৮ এপ্রিল রিপোর্ট দিয়ে ওসি জানিয়েছিলেন যে, আদালত অভিযুক্ত বিজেপি কর্মীদের রক্ষাকবচ দিলে তারা আসন্ন নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
NIA: 'গ্রেফতার নয়', ভূপতিনগরে NIA-কাণ্ডে বিরাট নির্দেশ আদালতের! ভোটের মাঝেই তুমুল শোরগোল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement