Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে বিমান নামতেই মারাত্মক কাণ্ড ঘটালেন যাত্রী, তুলে দেওয়া হল পুলিশের হাতে!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Kolkata Airport: বিমানে থাকা ক্রু মেম্বাররা বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি শুনছিলেন না।
কলকাতা: বিমানের ওভারউইং এক্সিট স্টার বোর্ড সাইড ফ্লাপ খোলার চেষ্টা এক যাত্রীর বিরুদ্ধে। হায়দরাবাদ থেকে কলকাতাগামী ইন্ডিগো ৬E৬৪৯৪ বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণের পরে, বিমানের ১৮ এফ সিটে বসা যাত্রী আবুজার মণ্ডল কেবিন ক্রুদের নির্দেশ না মেনে বিমানের ডানার ওপরে থাকা ওভার উইং এক্সিট স্টার বোর্ড সাইড ফ্ল্যাপ খোলার চেষ্টা করছিল।
বিমানে থাকা ক্রু মেম্বাররা বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি শুনছিলেন না। এর পরেই সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকদের খবর দেয়। ওই যাত্রীকে বিমান থেকে নীচে নামিয়ে নিয়ে আসা হয় ওই যাত্রীকে আনরুলি হিসেবে চিহ্নিত করা হয়।
advertisement
advertisement
পরবর্তী সময় ওই যাত্রীকে আটক করে নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর আন্তর্জাতিক থানার হাতে তুলে দেওয়া হয়েছে বলে বিমানবন্দর সূত্র মারফত খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2024 12:53 PM IST