রক্তে লাল বিশ্ব বাংলা সরণী, পড়ে রইল স্কুটি চালক মহিলার দেহ! কী মর্মান্তিক ঘটনা বিলাসবহুল নিউটাউনে!
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Newtown Accident: সাত সকালে নিউটাউনের বিশ্ব বাংলা গেটের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ৩৯ বছরের মহিলা।
সাত সকালে নিউটাউনের বিশ্ব বাংলা গেটের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ৩৯ বছরের মহিলা। জানা গিয়েছে, স্কুটিতে করে অফিস যাওয়ার সময় একটি সরকারি বাস পিছন থেকে ধাক্কা মারে তাঁকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম বনশ্রী পাল, তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিউটাউন ইকোপার্কের দিক থেকে বিশ্ব বাংলা গেটের আগে একটি কাটআউট দিয়ে ইউটার্ন নেওয়ার সময় ঘটে দুর্ঘটনাটি। সরকারি বাসটি তখন ডিপোর দিকে যাচ্ছিল। সেই সময় পেছন থেকে স্কুটিতে সজোরে ধাক্কা মারে বাসটি। ধাক্কায় ছিটকে পড়েন বনশ্রী পাল এবং গুরুতর আঘাত পান।
advertisement
advertisement
ঘটনার পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউটাউন থানার পুলিশ। বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়। বর্তমানে বাসের চালকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনার জেরে ব্যস্ত সময়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায় এবং সৃষ্টি হয় যানজটের। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই দুর্ঘটনা ফের একবার শহরের ব্যস্ত রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও পথ সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিল। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2025 1:27 PM IST