New train to Ayodhya: বাংলা থেকে অযোধ্যা যাওয়ার নতুন ট্রেন! হাওড়া- শিয়ালদহ নয়, ছাড়বে এই স্টেশন থেকে

Last Updated:

নতুন এই ট্রেন চালু হওয়ায় শ্রমিক, ব্যবসায়ী থেকে পর্যটকরা দারুণ উপকৃত হবেন বলে দাবি রেলের।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
মালদহ: মালদহ থেকে সরাসরি পঞ্জাবে পৌঁছনোর ট্রেন চালু হল সোমবার।  মালদহ থেকে ছাড়বে ‘ভাতিন্ডা এক্সপ্রেস’। মাত্র ৩৯ ঘণ্টায় মালদহ থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে সুদূর পাঞ্জাবের ভাতিন্দায়। এই ট্রেনের আর একটি আকর্ষণের কারণ, সপ্তাহে চার দিন উত্তর প্রদেশের অযোধ্যা হয়ে ট্রেনটি যাতায়াত করবে। ফলে উত্তরবঙ্গের বাসিন্দারা অযোধ্যা যাওয়ার জন্যও এই ট্রেনটি ব্যবহার করতে পারবেন৷ বাকি তিনদিন এই ট্রেন চলবে সুলতানপুর হয়ে।
সোমবার  সন্ধ্যায় মালদহ টাউন স্টেশনে নতুন ট্রেনটির যাত্রার সূচনা করেন মালদহের ডিআরএম বিকাশ চৌবে এবং উত্তর মালদহের বিজেপি সংসদ খগেন মুর্মু। নতুন এই ট্রেনে সাধারণ শয়নযানের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শীততাপ নিয়ন্ত্রিত কামরা রয়েছে। এ ছাড়াও রয়েছে ট্রেন যাত্রীদের খাবার সরবরাহের জন্য অত্যাধুনিক প্যান্ট্রি কার।
রবিবার, মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার ট্রেনটি অযোধ্যা হয়ে ভাতিন্ডা যাবে৷ সোম, বৃহস্পতি এবং শনিবার চলবে সুলতানপুর হয়ে৷
advertisement
advertisement
মালদহ থেকে সরাসরি পঞ্জাবে পৌঁছনোর ট্রেন চালু হওয়ায় সাধারণ শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ী এবং পর্যটকরা উপকৃত হবেন বলে দাবি রেল কর্তৃপক্ষের। প্রতিদিন রাত ৭ টা ৩৫ মিনিটে মালদহ থেকে ছাড়বে এই ট্রেনটি৷ দিল্লির পাশাপাশি হরিয়ানা এবং পঞ্জাবে পৌঁছন যাবে এই ট্রেনে করে।
advertisement
রেলের দাবি, মালদহ তথা উত্তরবঙ্গের বহু মানুষ ব্যবসা থেকে কর্মসংস্থানের প্রয়োজনে নিয়মিত পঞ্জাবে যাতায়াত করেন। এতদিন মালদহ থেকে পঞ্জাবে সরাসরি পৌছনোর কোনও ট্রেন ছিল না। ভাতিন্দা এক্সপ্রেস সেই চাহিদা পূরণ করতে সক্ষম হবে। আবার বিভিন্ন উৎসব বা জরুরি প্রয়োজনে দ্রুত ঘরে ফিরে আসতেও এই ট্রেন সহায়ক হবে। শুধু মালদহ নয়, আশপাশের একাধিক জেলার মানুষজন এই ট্রেনের সুবিধে পাবেন।
advertisement
সোমবার রাতে মালদহ টাউন স্টেশনে এই ফ্ল্যাগ অফ করে মালদা উত্তরের বিজেপি সংসদ খগেন মুর্মু বলেন, ‘কেন্দ্রীয় সরকার রেল যোগাযোগ আরও নিবিড় করতে সচেষ্ট। বন্দে ভারত, অমৃত ভারতের মতো অত্যাধুনিক ট্রেনের পাশাপাশি মালদহ থেকে বেঙ্গালুরু এবং সুদূর পঞ্জাব পর্যন্ত যাওয়ার ট্রেনের সূচনা হয়েছে সাম্প্রতিককালে। ফলে রেলের মানচিত্রে মালদহের গুরুত্ব আরও বাড়ল।’
বাংলা খবর/ খবর/কলকাতা/
New train to Ayodhya: বাংলা থেকে অযোধ্যা যাওয়ার নতুন ট্রেন! হাওড়া- শিয়ালদহ নয়, ছাড়বে এই স্টেশন থেকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement