Calcutta High Court: পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সোহমের বিরুদ্ধে হাই কোর্টে মামলা রেস্তরাঁর মালিকের
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Soham Chakraborty: অভিনেতা এবং তৃণমূলের সাংসদ সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন নিউটাউনে রেস্তোরাঁকাণ্ডে আক্রান্ত হোটেল মালিক। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন হোটেলের মালিক।
কলকাতা: অভিনেতা এবং তৃণমূলের সাংসদ সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন নিউটাউনে রেস্তোরাঁকাণ্ডে আক্রান্ত হোটেল মালিক। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন হোটেলের মালিক।
বুধবার এই নিয়ে মামলা দায়েরের অনুমতি দিলেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার সেই মামলার শুনানির সম্ভাবনা। রেস্তরাঁর মালিক আনিসুলের অভিযোগ বিধায়ক সোহমের চাপে নিষ্ক্রিয় বিধাননগর পুলিশ। তাঁকে মারধর করার পরেও বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না টেকনো সিটি থানার পুলিশ, এমনই অভিযোগ তাঁর।
advertisement
advertisement
গত শুক্রবার ৭ জুন নিউটাউনের একটি রেস্তরাঁয় শুটিং করছিলেন তৃণমূল বিধায়ক সোহম। সেই সময় হোটেলের সামনে একটি গাড়ি রাখা নিয়ে সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বাঁধে রেস্তরাঁর মালিক আনিসুল আলমের। অভিযোগ সেই বচসা গড়ায় হাতাহাতি পর্যন্ত। তিনি অভিযোগ করেন, সোহম তাঁকে লাথি-ঘুষি মারেন, ব্যবসা বন্ধ করে দেওয়ারও হুমকি দেন। নিজের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে বেশ কিছু ভিডিও ফুটেজও তিনি সামনে আনেন।
advertisement
যদিও সোহম এই বিষয় নিয়ে পরে ক্ষমা চেয়ে নেন। ক্ষমা চেয়ে সোহম বলেন, “একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি। আমার ভুল হয়েছে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 12, 2024 3:44 PM IST









