Bidhannagar Station: যাত্রীদের জন্য সুখবর, নয়া শৌচালয় নির্মাণ হল বিধাননগর স্টেশনে
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Bidhannagar Station New Toilets: ফাইভ স্টার হোটেলের ধাঁচে বিধাননগর স্টেশনে নয়া শৌচালয় বানাল রেল ৷
আবীর ঘোষাল, কলকাতা: শিয়ালদহ মেইন শাখার অন্যতম ব্যস্ত স্টেশন বিধাননগর। সেখানে যাত্রীদের শৌচালয়ের অভাব বহুদিন ধরেই। যে শৌচালয় কমপ্লেক্সগুলি নির্মিত হয়েছে সেগুলি আধুনিক সরঞ্জাম দিয়ে সাজানো এবং আধুনিক সুবিধা সম্পন্ন। এক নম্বর প্ল্যাটফর্ম এবং চার নম্বর প্ল্যাটফর্মে আধুনিক মানের এই দুটি শৌচালয় চোখ ধাঁধিয়ে যাওয়ার মত। প্রত্যেক শৌচালয়ে সেন্সর-ভিত্তিক অটো-ফ্লাশিং মেকানিজম ব্যবহার করা হয়েছে।
কমপ্লেক্সের মেঝেতে অ্যান্টি-স্কিড ফ্লোর টাইলস স্থাপন করা হয়েছে। অনেকটা জায়গা জুড়ে তৈরি হওয়ার ফলে প্রতিটি ইউরিনাল সেকশন প্রশস্ত হয়েছে। একসঙ্গে ১০ জন ব্যক্তি ব্যবহার করতে পারবেন। ফলে ব্যস্ত সময়ে ভিড় কমবে এবং যাত্রীরা সহজেই ট্রেন ধরতে পারবেন বলে দাবি রেলের। মসৃণ চলাচল নিশ্চিত হবে। জলের যাতে কোনও অসুবিধা না হয় সে কারণে উচুঁ মানের পোরসেলিন বেসিন তৈরি করা হয়েছে। জল জমা আটকাতে উন্নত মানের ড্রেনেজ সিস্টেম ব্যবহার করা হয়েছে।
advertisement
advertisement

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিধাননগর রোড স্টেশনের এই নতুন শৌচালয় কমপ্লেক্সগুলি যাত্রীসেবার মান বাড়ানোর প্রকল্পের মধ্যে একটি। কলকাতা শহরের অন্যতম ব্যস্ত স্টেশন হিসেবে বিধাননগর রোড স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন, এবং তাদের আরামদায়ক যাত্রা নিশ্চিত করার জন্য শৌচাগারের উন্নয়ন অত্যন্ত প্রয়োজনীয় ছিল। নতুন শৌচাগারটি আধুনিক বাথরুম ফিটিংস এবং স্বচ্ছতা বজায় রেখে নির্মাণ করা হয়েছে, যাতে যাত্রীদের নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা হয়।নতুন শৌচাগারটি সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে তৈরি, যেখানে রয়েছে উন্নত বাথরুম ফিটিংস, যেমন সেরামিক টাইলস, আধুনিক ওয়াটার সিস্টেম, স্যানিটারি উপকরণ, এবং পরিবেশবান্ধব ডিজাইন। এতে যাত্রীদের সুবিধার জন্য পরিষ্কার ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
advertisement
শৌচাগারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কম সময়ের মধ্যে পরিষ্কার রাখা সম্ভব হয়, ফলে যাত্রীদের জন্য একটি স্বাস্থ্যকর অভিজ্ঞতা প্রদান করা সম্ভব। নতুন শৌচাগারটি ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে সর্বোচ্চ সংখ্যক যাত্রী একই সময়ে ব্যবহার করতে পারেন। এতে ভিন্ন ভিন্ন বিভাগের শৌচাগার রয়েছে, পুরুষ, মহিলা এবং বিশেষ চাহিদাযুক্ত মানুষের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। ফলে, বিধাননগর রোড স্টেশনে আসা সমস্ত যাত্রীদের জন্য সহজেই সুবিধা পাওয়া সম্ভব। একই সঙ্গে, শৌচাগারের অভ্যন্তরে পর্যাপ্ত আলো, বায়ুপ্রবাহের ব্যবস্থা এবং প্রয়োজনীয় অন্যান্য সুবিধা রয়েছে, যা যাত্রীদের আরও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা দেবে। শৌচাগারের বাইরে কিছু প্রয়োজনীয় নির্দেশনা সাইনবোর্ডও রয়েছে, যাতে যাত্রীরা সহজেই সঠিক স্থানে পৌঁছাতে পারেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 20, 2024 9:54 AM IST










