Chanakya Neeti: পুরুষরা কেন স্ত্রীকে ছেড়ে অন্য মহিলার প্রেমে পড়েন? আচার্য্য চাণক্য যে সব কারণ বলে গিয়েছেন দেখে নিন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
কেন মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়ে? এর পিছনের কারণ অজানা। নির্দিষ্ট কোনও উত্তর দেওয়াও সম্ভব নয়। তবে চাণক্য নীতি থেকে এর প্রকৃত কারণ কিছুটা হলেও আন্দাজ করা যায়। আচার্য্য চাণক্য তাঁর নীতি কথায় এমন কিছু কারণের উল্লেখ করেছেন যার জন্য একজন বিবাহিত পুরুষ নিজের দাম্পত্য জীবন ধবংস করতেও পিছপা হয় না।
পরকীয়া। শব্দটা শুনলেই নিষিদ্ধ কিছুর কথা মাথায় আসে। সঙ্গে একরাশ দুশ্চিন্তা। বিয়ের পর স্বামী বা স্ত্রীর অন্য কোনও নারী বা পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার ঘটনা কম নেই। ইদানীং এই ধরণের ঘটনা আরও বেশি করে সামনে আসছে। বিবাহিত পুরুষ বা নারী অন্য সম্পর্কে জড়িয়ে পড়লে দাম্পত্য জীবন তো ক্ষতিগ্রস্ত হয়ই, সবচেয়ে খারাপ প্রভাব পড়ে তাঁদের সন্তানের উপর। এক ধরণের টানাপোড়েন শুরু হয়। পুরুষ বা মহিলা কেউই এর হাত থেকে রেহাই পান না।
advertisement
advertisement
কম বয়সে বিয়ে: অনেক সময় অল্প বয়সে বিয়ের কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। আসলে কম বয়সে ম্যাচিউরিটির অভাব থাকে। সম্পর্কের গভীরতা বোঝার ক্ষমতা থাকে না। তাছাড়া কেরিয়ার সহ নানা দায়িত্ব থাকে। ফলে বিয়ে বা দাম্পত্য জীবন নিয়ে বেশি ভাবার বা মনোযোগ দেওয়ার অবকাশ মেলে না। যখন পরিস্থিতি আয়ত্তে আসে, ইচ্ছা মতো চলার বা সাধ পূরণের ক্ষমতা জন্মায়, তখন পরকীয়ার সম্ভাবনা বেড়ে যায়।
advertisement
স্বামী-স্ত্রীর সম্পর্কে ফাটল: স্বামী-স্ত্রীর সম্পর্কে দূরত্ব তৈরি হলেও অনেক সময় পরকীয়ায় আসক্তি জন্মায়। সঙ্গী যখন অন্যের যত্ন নেন না, সম্মান করেন না, ইচ্ছার গুরুত্ব দেন না, তখন ধীরে ধীরে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে। একে অপরের প্রতি আগ্রহ কমে যায়। এমন পরিস্থিতিতে মন অন্যের দিকে ঢলে পড়ে। যত্ন, ভালবাসার জন্য অন্য সঙ্গীর খোঁজ করে। পরকীয়ার সম্ভাবনাও বেড়ে যায়।
advertisement
সন্তান জন্মের পর: সন্তান জন্মের পর অন্য নারীর প্রতি পুরুষদের আকর্ষণ বাড়ে। এমনটা হামেশাই দেখা গিয়েছে। পরিবারে সন্তানের জন্ম হলে স্বামী-স্ত্রীর অগ্রাধিকার বদলে যায়। তখন সবার আগে সন্তান। বিশেষ করে সন্তানের জন্মের পর মহিলাদের আর অন্য কিছুতে মন থাকে না। স্বামীর প্রতিও মনোযোগ কমে যায়। এই পরিস্থিতিতে পুরুষরা পরকীয়ায় আকৃষ্ট হন।
advertisement
advertisement