কলকাতা বিশ্ববিদ্যালয়ের নয়া বিধি, পরীক্ষাকেন্দ্রেই দেখা হবে খাতা, নয়া নিয়ম ঘিরে বিতর্ক
Last Updated:
#কলকাতা: স্নাতকস্তরে পাসে দ্রুত ফলপ্রকাশে এবার থেকে নয়া নিয়ম কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এবার থেকে যে কেন্দ্রে পড়ুয়ারা পরীক্ষা দেবেন সেই কলেজের অধ্যাপকরাই সেইসব উত্তরপত্রের মূল্যায়ন করবেন। চালু হওয়ার আগেই অবশ্য নয়া নিয়ম নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে।
নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও, আগের বছরের ফল বেরোয় না। ইদানিং এমন নজির তৈরি হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। দ্রুত ফলপ্রকাশের দাবিতে একাধিকবার ছাত্রবিক্ষোভও হয়েছে। তাই খাতা দেখা নিয়ে এবার নয়া নিয়ম।
advertisement
advertisement
- নয়া নিয়মে, যে কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন সেই কলেজের অধ্যাপকরাই উত্তরপত্রের মূল্যায়ন করবেন
- কোনও বিষয়ে অধ্যাপক না থাকলে, সেই বিষয়ের উত্তরপত্র বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে
- আপাতত পাসের বিষয়গুলিতে চালু হচ্ছে এই নয়া নিয়ম
advertisement
আগে, উত্তরপত্র পাঠানো হত বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই পরীক্ষকদের খাতা ভাগ করে দেওয়া হত। এখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের সেমেস্টার পরীক্ষা চলছে। তাতেই প্রয়োগ করা হবে এই নয়া নিয়ম। সাফল্য পেলে তা অনার্সের ক্ষেত্রেও প্রয়োগ করা হতে পারে। কিন্তু, নতুন নিয়ম নিয়ে বিতর্কও রয়েছে। যাঁরা খাতা দেখবেন তাঁদের চিহ্নিত হয়ে পড়ার সম্ভাবনাও প্রবল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2018 5:23 PM IST