Partha Chatterjee || আবার কোন নতুন রহস্য! পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়-সহ ৮ জনের বিরুদ্ধে নতুন মামলার তদন্ত শুরু
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Partha Chatterjee || স্কুলে ভুয়ো শিক্ষক নিয়োগ এবং দুর্নীতি নিয়ে বেশ কিছু মামলার তদন্ত শুরু করেছে ইডি ও সিবিআই।
#কলকাতা: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই এই মুহূর্তে তিনটি মামলার তদন্ত করছে।এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানি লন্ডারিং আইনে প্রথম মামলার চার্জশিট গত পরশু ইডি আদালতে জমা দেয়। সেই চার্জশিটে রীতিমতো পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক থেকে আরম্ভ করে সমস্ত হাল হকিকত তুলে ধরেছে ইডি। তবেই বৃহত্তর ষড়যন্ত্রে পার্থ চট্টোপাধ্যায় জড়িত, সেটা প্রমাণ করতে ব্যাকুল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট আবার একটি মামলার অনুমতি চেয়ে আবেদন করেছিল মহামান্য স্পেশাল কোর্টে (PMLA)।ওই মামলায় মোট আট জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।সেই ৮ জনের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নাম রয়েছে। মানিক ভট্টাচার্য থেকে শুরু করে আরও বেশ কয়েকজনের নাম মামলায় অন্তর্ভুক্ত করেছে ইডি। ১৯ সেপ্টেম্বর বিশেষ আদালত ওই মামলার তদন্তের অনুমতি দেয়। এই মামলাটিও শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির মামলা। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রাথমিক স্কুল বোর্ডের স্ট্যাম্প করা মুখ বন্ধ খাম পাওয়া গেছিল। সেই খাম থেকে পাঁচ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল।ইডি এখনো মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেনি।
advertisement
advertisement
আরও পড়ুন: দুর্গা পুজো জেলেই কাটবে, অনুব্রতকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ
এবার টেটের চাকরি দুর্নীতির তদন্তে নামছে ইডি। ইডির কাছে ইতিমধ্যে মানিক ভট্টাচার্য থেকে পার্থ চট্টোপাধ্যায় প্রত্যেকেরই হোয়াটসঅ্যাপের কথোপকথন রয়েছে। মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি। বিশেষ আদালত অনুমতি দেওয়ার পরই বিভিন্ন তথ্য-প্রমাণ নিয়ে কাজ শুরু করেছে ইডি। নতুন মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতাকে ইডি নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে। নতুন মামলা দায়ের হওয়ার পর মানি লন্ডারিং আইনে নতুন কিছু প্রভাবশালী সামনে আসতে পারে বলে সূত্রের খবর। শিক্ষায় চাকরির দুর্নীতি, বৃহৎ ষড়যন্ত্র বলে দাবি করছে ইডি ও সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই আজ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায়নি। ৫ই অক্টোবর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় থাকছেন জেল হেফাজতে। তবে এখনও নতুন মামলায় কবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় জিজ্ঞাসাবাদ করবে সেটা জানা যায়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2022 10:29 PM IST