Naushad Siddiqui birthday wish to June Malia: জুনেই জুনের জন্মদিন, বিধানসভায় মনে করালেন নওসাদ! সুযোগ ফস্কে হা হুতাশ শাসক শিবিরে

Last Updated:

অধিবশেন শেষে একসঙ্গে ছবিও তোলেন জুন মালিয়া এবং নওসাদ সিদ্দিকি৷ জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য নওসাদকে ধন্যবাদ জানান অভিনেত্রী বিধায়ক৷

বিধানসভায় রাজ চক্রবর্তী ও নওসাদ সিদ্দিকির সঙ্গে জুন মালিয়া৷
বিধানসভায় রাজ চক্রবর্তী ও নওসাদ সিদ্দিকির সঙ্গে জুন মালিয়া৷
মেদিনীপুরের তৃণমূল বিধায়ক এবং অভিনেত্রী জুন মালিয়ার জন্মদিনও যে জুন মাসে এবং তা যে আজই, সেই তথ্যই জানতেন বিধানসভায় হাজির অধিকাংশ তৃণমূল বিধায়ক৷ অথচ বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিনে আইএসএফ বিধায়ক নওসাদ ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখতে গিয়ে জুনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন৷ যা দেখে রীতিমতো অবাক শাসক দলের বিধায়ক, মন্ত্রীরা৷
advertisement
advertisement
বিধানসভার রীতি মেনে চলতি অধিবেশনের শেষ দিনে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের উপর বক্তব্য রাখতে ওঠেন আইএসএফ িবধায়ক নওসাদ সিদ্দিকি৷ প্রথামাফিক অধ্যক্ষকে ধনয়বাদ জানিয়ে নওসাদ বলেন, 'আজ এই মহতি সদনের এক সদস্যার শুভ জন্মদিন। তিনি তৃণমূলের জুন মালিয়া৷ ধন্যবাদ জ্ঞাপক অনুষ্ঠানে তাকে প্রথমে জন্মদিনের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাতে চাই।'
advertisement
নওসাদের বাক্য শেষ হতে না হতেই তড়িৎ গতিতে বিধানসভার বাকি সদস্যদের দৃষ্টি তখন ট্রেজারি বেঞ্চে বসা তৃণমূলের মেদিনীপুরের সেলিব্রিটি বিধায়ক অভিনেত্রী জুন মালিয়ার দিকে। আর, সভার এত সদস্যদের দৃষ্টির মধ্যে কিছুটা সলজ্জ জুন তখন পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত। আর, গোটা বিধানসভাকে রীতিমতো সরস করে দিয়ে তখন জুনের দিকে তাকিয়ে মৃদু হাসছেন নওসাদ। ট্রেজারি থেকে বিরোধী বেঞ্চের কৌতুহলী চোখ তখন তাকিয়ে জুন আর নওসাদের দিকে। মুখে মৃদু হাসি নিয়ে জুন নিজের মোবাইল সার্চে ব্যাস্ত।
advertisement
নওসাদ যে তাঁর জন্মদিনের কথা মনে রেখেছেন, তা শুনে খানিক অবাক হন জুন নিজেও৷ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে নওসাদের শুভেচ্ছা বার্তা গ্রহণ করেন তিনি৷ কিন্তু ততক্ষণে ট্রেজারি বেঞ্চে থাকা তৃণমূল বিধায়কদের মধ্যে প্রবল গুঞ্জন শুরু হয়ে গিয়েছে৷ দলের সেলিব্রিটি সতীর্থের জন্মদিন যে তাঁরা জানতেন না, বা জানলেও খেয়াল ছিল না, তা ভেবেই তখন বেশ অস্বস্তিততে তৃণমূলের বিধায়করা৷ বিরোধী শিবিেরর এক বিধায়ক আগে ভাগে জুনকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সেই অস্বস্তি আরও বাড়ে৷ মন্ত্রী হুমায়ুন কবীর তো হাসতে হাসতে বলেই ফেললেন, 'আমরা খবর পাচ্ছি না কিন্তু...', বলে জুনের দিকে তাকিয়ে হেসে ফেললেন কবীর।'
advertisement
অধিবশেন শেষে একসঙ্গে ছবিও তোলেন জুন মালিয়া এবং নওসাদ সিদ্দিকি৷ জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য নওসাদকে ধন্যবাদ জানান অভিনেত্রী বিধায়ক৷ নওসাদের পরে অবশ্য উপস্থিত বিধায়কদের অনেকেই জুনকে শুভেচ্ছা জানিয়ে যান৷
নওসাদ বলেন, 'প্রতিদিন সকােল ফেসবুক- ট্যুইটার ঘাঁটাঘাঁটি করি৷ সেই সূত্রেই বেশ কয়েকজন বিধায়ক ফেসবুকে আমার বন্ধু তালিকায় আছেন৷ সকালে ফেসবুকেই জানতে পারলাম যে আজ জুন মালিয়ার জন্মদিন৷ তাই ভাবলাম উনি যখন বিধানসভায় আছেন, তাঁকে শুভেচ্ছা জানাই৷' জুন মালিয়া অবশ্য আলাদা করে নওসাদের শুভেচ্ছা নিয়ে কিছু জানাননি৷ দলের এবং বিরোধী শিবিরের বিধায়কদের ধন্যবাদ জানাতেই ব্যস্ত ছিলেন তিনি৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Naushad Siddiqui birthday wish to June Malia: জুনেই জুনের জন্মদিন, বিধানসভায় মনে করালেন নওসাদ! সুযোগ ফস্কে হা হুতাশ শাসক শিবিরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement