Bogtui Case: বগুটুই কাণ্ডের সঙ্গে জড়িয়ে একটি পেট্রোল পাম্প, চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

Bogtui Case: বাইকে করে ওই পেট্রোল কিনতে গিয়েছিল।পেট্রোল পাম্প থেকে পেট্রোল কেনার ছবি ধরা পরে সিসি ক্যামেরায় উল্লেখ সিবিআইয়ের চার্জশিটে।

বগটুই কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
বগটুই কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
#কলকাতা: বগুটুই অগ্নিসংযোগের ঘটনায় চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। পেট্রোল পাম্প থেকে ৫ লিটার পেট্রোল কিনে এনে জ্বালানো হয় বগুটুই গ্রাম, এমনই উল্লেখ রয়েছে চার্জশিটে। সিবিআই সূত্রে খবর, চার্জশিটে উল্লেখ রয়েছে, ঘটনার রাতে রামপুরহাটে মুনসুবা মোড়ে একটি পেট্রোল পাম্প থেকে দুটি জারে করে ৫ লিটার পেট্রোল কিনেছিলো অভিযুক্ত রিটন শেখ ও ডলার শেখ। বাইকে করে ওই পেট্রোল কিনতে গিয়েছিল।পেট্রোল পাম্প থেকে পেট্রোল কেনার ছবি ধরা পরে সিসি ক্যামেরায় উল্লেখ  সিবিআইয়ের চার্জশিটে।
এরপর তারা সেই পাঁচ লিটার পেট্রোল নিয়ে আসে বগুটুই গ্রামে। গ্রামে এসে তারা অভিযুক্ত রাসটন শেখ ও জাহাঙ্গীর শেখকে ৫ লিটার পেট্রোল দিয়ে দেয় সোনা শেখের বাড়ি জ্বালানোর জন্য।ওই ৫ লিটার পেট্রোল দিয়ে এরপর সোনা শেখের বাড়ি ( যে বাড়ি থেকে ৭ জনের দেহ মেলে ) জ্বালিয়ে দেয়, উল্লেখ চার্জশিটে। যার পরিণামে জীবন্ত পুরে মরতে হয় ৭ জনকে। মৃতের মোট সংখ্যা পরবর্তী কালে বেড়ে দাঁড়ায় ১০ জন । অর্থাৎ পেট্রোল দিয়ে অভিযুক্তরা বগুটুই গ্রামে বাড়ি জ্বালিয়েছিল তার উল্লেখ রয়েছে চার্জশিটে।
advertisement
সিবিআই সূত্রে খবর, আনারুল ভাদু খুনের পর হাসপাতালে যান রাত নটা তিন মিনিটে। সেখানে জমায়েতকারীদের উস্কানি দিয়ে বগুটুইতে পাঠান। ভাদু খুনের প্রতিহিংসা নেওয়ার জন্য বগুটুইতে জমায়েতকারীদের পাঠায় সিবিআই চার্জশিটে উল্লেখ। চার্জশিটে আরও উল্লেখ, ঘটনার দিন দাউ দাউ করে যখন গ্রামে আগুন জ্বলছিল তখন আনারুলের সঙ্গে গ্রামেরএক প্রত্যক্ষদর্শী বাসিন্দা সাহায্য জন্য ফোন করেন। আনারুলের ফোনে তাদের কথোপকথনে চাঞ্চল্যকর  তথ্য।
advertisement
advertisement
সিবিআই সূত্রে খবর, আনারুল ওই গ্রামবাসীকে বলেন, "ভাদু খুনের  রিভেঞ্জ জন্য সোনা সেখের (যে বাড়িতে 7 জনের অগ্নি দগ্ধ দেহ উদ্ধার হয় ) বাড়ি জ্বলতে দাও। সোনা সেখের আত্মীয়দের বাড়ি পুড়তে দাও। আনারুল বলেন, পুলিশকে জানাবে না। পুলিশকে বগুটুই গ্রামে  পাঠাবে না। ভাদু খুনের প্রতিশোধ নেওয়ার জন্য এই ঘটনা ঘটছে উল্লেখ রয়েছে চার্জেসিটে । অন্যদিকে, গ্রামের এক প্রত্যক্ষ দর্শী সিবিআইকে দেওয়া বয়ানেও চঞ্চল্যকর  তথ্য উল্লেখ।
advertisement
সিবিআই সূত্রে খবর, "ঘটনার সময় লালন চিৎকার করে বলছিল পুলিশ আসবে না এক ঘন্টা জন্য। তার  মধ্যে মেরে ফেলতে হবে।" উল্লেখ রয়েছে চার্জেসিটে। অভিযুক্ত লালন জমায়েতকারীদের উস্কানি দেয়,  ফটিক ও তার পরিবারকে মেরে ফেলার জন্য।  ফটিকের বাড়িতে ঢুকে জমায়েতকারীরা অকথ্য ভাষায় গালি গালাজ করে।
advertisement
এমনকি ফটিককে অন্ধকারে না দেখতে পেয়ে ফটিকের স্ত্রীকে হত্যা করে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় "উল্লেখ রয়েছে চার্জেসিটে।বগুটুই গ্রামে সোনা সেখের পরিবারকে হত্যার জন্য মুনসুবা পেট্রোল পাম্প থেকে দুটি জারে করে পাঁচ লিটার পেট্রোল কিনে এনেছিল অভিযুক্তরা। সেই  প্রমান মিলেছে সিবিআইয়ের চার্জেসিটে তার উল্লেখ রয়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bogtui Case: বগুটুই কাণ্ডের সঙ্গে জড়িয়ে একটি পেট্রোল পাম্প, চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement