Naushad Siddiqui: লাল গাড়িতে এলেন...জামিন নিয়ে বেরিয়ে গেলেন! নওশাদ পর্ব নিয়ে আজও টান টান উত্তেজনা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Sudipta Sen
Last Updated:
ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার, SIR সহ একাধিক দাবিতে গত বুধবার ISF-এর কর্মসূচিতে ধর্মতলায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। এরপরেই ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
কলকাতা: রাজ্য চেয়েছিল জেল৷ তবে পিআর বন্ডে জামিন দিল ব্যাঙ্কশাল কোর্ট৷ ছাড়া পেলেন ISF নেতা নওশাদ সিদ্দিকী৷ এদিন লাল রঙের গাড়িতে আদালত চত্বরে নিয়ে আসা হয় নওশাদকে৷ বাকি ১৭ জন আসেন প্রিজন ভ্যানে৷ ততক্ষণে, কোর্টের বাইরে জড়ো হয়ে গিয়েছেন ISF সমর্থকেরা৷ সমর্থকদের বিক্ষোব ঘিরে উত্তেজনা ছড়ায় কোর্ট চত্বরে৷ চলতে থাকে স্লোগান৷ অবশেষে ৫০০ টাকার PR বন্ডে নওশাদ সিদ্দিকী সহ ৮৪ জনকে জামিন দেয় আদালত৷ মামলার পরবর্তী শুনানি ১০ নভেম্বর৷
Isf চেয়ারম্যান ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির জামিনের দাবিতে হাওড়া আমতা রোড সন্তোষপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান isf নেতাকর্মীরা৷ রাস্তার মধ্যে গাছের গুড়ি ফেলে চলে পথ অবরোধ৷ ঘটনাস্থলে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ৷
advertisement
advertisement
ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার, SIR সহ একাধিক দাবিতে গত বুধবার ISF-এর কর্মসূচিতে ধর্মতলায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। এরপরেই ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের জোড়াসাঁকো, তালতলা, বউবাজার থানায় রাখা হয়। পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট সহ বেশ কিছু জামিন অযোগ্য ধারায় মামলা করা হয় ধৃতদের বিরুদ্ধে। বৃহস্পতিবার তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে।
advertisement
গতকাল, বুধবার ISF-এর বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। কার্যত, খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল শহরের প্রাণকেন্দ্রে। প্রায় ৫০ মিনিট ধরে চলেছিল পুলিশ-নওশাদদের টানাপোড়েন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 21, 2025 3:34 PM IST