নমিনেশন করতে যাবে হাজার হাজার মানুষ, পঞ্চায়েত ভোট নিয়ে হুঁশিয়ারি নওশাদ সিদ্দিকির
- Reported by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Uddalak B
Last Updated:
শাসক দল তৃণমূলকে নিশানা করে ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির হুশিয়ারি, দেখব কত তোমার বোম, গুলি আছে। তুমি নমিনেশন আটকাতে পারো না। নমিনেশন করতে যাবে হাজার হাজার মানুষ।
#কলকাতা: আগামী বছর পঞ্চায়েত ভোট। এখন থেকেই হাওয়া গরম। এ বার সুর চড়ালেন আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকিও। তেইশে পঞ্চায়েত ভোট। বাইশেই রাজনৈতিক হাওয়া গরম। এ বার সুর চড়ালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। মধ্যমগ্রামের সভা থেকে তাঁর সুর সপ্তমে।
শাসক দল তৃণমূলকে নিশানা করে ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির হুশিয়ারি, ‘‘দেখব কত তোমার বোম, গুলি আছে। তুমি নমিনেশন আটকাতে পারো না। নমিনেশন করতে যাবে হাজার হাজার মানুষ। মস্তানকে কী করে জব্দ করতে হয় দেখাব। ভোট গণনার কেন্দ্রের ১০০ মিটারের বাইরে তাবু খাটিয়ে রাত পাহারা দেবো।’’
আইএসএফ নেতার এই বক্তব্যে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূলের তরফে কটক্ষ করে শান্তনু সেন খোঁচা দিয়ে বললেন, ‘‘ওরা যে বলছে হাজার হাজার লোক নমিনেশনে যাবে, ওদের এক হাজার সদস্যের নাম বলতে পারবে? তৃণমূল নয়, বোম-গুলি আমদানি করে বিরোধীরাই।’’
advertisement
advertisement
আরও পড়ুন : গুন্ডা, মাফিয়া, তোলাবাজি, দুর্নীতি তো রয়েইছে, এবার ডেঙ্গির সাথেও'? প্রশ্ন দিলীপের
পঞ্চায়েত ভোট নিয়ে এখনও থেকেই ফুটছে রাজ্য রাজনীতি। প্রতিদিনই কোনও না কোনও নেতা সুর চড়াচ্ছেন। কয়েকদিন আগেই নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘‘প্রয়োজনে ‘সন্ত্রাস' মোকাবিলায় 'সন্ত্রাস’- এর পথ বেছে নেওয়া হবে। সন্ত্রাসের সঙ্গে লড়াই করতে গেলে। সন্ত্রাসকে বন্ধ করতে গেলে, সন্ত্রাসের মাধ্যমেই সেটা বন্ধ হয়। কেউ যদি প্রশ্ন করে ইট দিয়ে। তাকে তো পাটকেল খেতেই হবে। তাকে তো আর বরণ করতে পারব না। সন্ত্রাসের মোকাবিলা সন্ত্রাসের মতো করেই হবে।’’
advertisement
লকেট চট্টোপাধ্যায়ের এই বক্তব্য প্রসঙ্গে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'কোনও সন্ত্রাস বাংলায় হবে না। যদি না সন্ত্রাস ওরা করে। বাংলায় শান্তিপূর্ণ ভোট হবে। শান্তির বদলে শান্তি। তুমি কেঁচোর মতো লাফালেও আমি সাপ হয়ে ফণা তুলবো না। এই ধরনের উস্কানিমূলক মন্তব্য বন্ধ করুন'। তেইশে গ্রামে গ্রামে ভোটের যুদ্ধ। বাইশেই নেতারা কথার যুদ্ধে শামিল।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 09, 2022 2:45 PM IST








