East West Metro: শুধু উদ্বোধন নয়, গঙ্গার নীচে মেট্রোতেও চড়বেন মোদি! সূচনা আরও দুই রুটের

Last Updated:

মেট্রোর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও আমন্ত্রিতের তালিকায় রয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

মেট্রোর উদ্বোধনে মোদি৷
মেট্রোর উদ্বোধনে মোদি৷
কলকাতা: শুধু উদ্বোধন নয়, আগামিকাল গঙ্গার নীচে ধর্মতলা থেকে হাওড়া পর্যন্ত মেট্রোয় চড়বেনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিনই এসপিজি-র পক্ষ থেকে রাজ্য প্রশাসনকে প্রধানমন্ত্রীর এই কর্মসূচির কথা জানানো হয়েছে৷ আগামিকাল প্রধানমন্ত্রীর গঙ্গার নীচ দিয়ে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো রুটের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর৷ কিন্তু তিনি নিজে মেট্রোয় চড়বেন কি না, সে বিষয়টি নিশ্চিত ছিল না৷
সূত্রের খবর, ধর্মতলা থেকে মেট্রোয় চেপে হাওড়া ময়দান পর্যন্ত যাবেন প্রধানমন্ত্রী৷ আবার ফিরেও আসবেন মেট্রোয় চড়েই৷ দেশে প্রথমবার গঙ্গার নীচ দিয়ে তৈরি হয়েছে এই রেল পথ৷ সেই ঐতিহাসিক মেট্রো পথেরই পথচলার সূচনা হবে প্রধানমন্ত্রীর হাত ধরে৷
advertisement
advertisement
শুধু ইস্ট ওয়েস্ট মেট্রোয় ধর্মতলা থেকে হাওড়া ময়দানের মধ্যে মেট্রো পথ নয়, নতুন আরও দুটি মেট্রো রুটের সূচনাও আগামিকাল করবেন প্রধানমন্ত্রী৷ তার মধ্যে একটি রুট হল নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইন৷ এর পাশাপাশি, জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবারও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী৷ বর্তমানে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো রুট চালু রয়েছে৷
advertisement
মেট্রোর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও আমন্ত্রিতের তালিকায় রয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মেট্রো রেলের এই অনুষ্ঠানের পরই বারাসতে সভা রয়েছে প্রধানমন্ত্রীর৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
East West Metro: শুধু উদ্বোধন নয়, গঙ্গার নীচে মেট্রোতেও চড়বেন মোদি! সূচনা আরও দুই রুটের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement