East West Metro: শুধু উদ্বোধন নয়, গঙ্গার নীচে মেট্রোতেও চড়বেন মোদি! সূচনা আরও দুই রুটের

Last Updated:

মেট্রোর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও আমন্ত্রিতের তালিকায় রয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

মেট্রোর উদ্বোধনে মোদি৷
মেট্রোর উদ্বোধনে মোদি৷
কলকাতা: শুধু উদ্বোধন নয়, আগামিকাল গঙ্গার নীচে ধর্মতলা থেকে হাওড়া পর্যন্ত মেট্রোয় চড়বেনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিনই এসপিজি-র পক্ষ থেকে রাজ্য প্রশাসনকে প্রধানমন্ত্রীর এই কর্মসূচির কথা জানানো হয়েছে৷ আগামিকাল প্রধানমন্ত্রীর গঙ্গার নীচ দিয়ে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো রুটের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর৷ কিন্তু তিনি নিজে মেট্রোয় চড়বেন কি না, সে বিষয়টি নিশ্চিত ছিল না৷
সূত্রের খবর, ধর্মতলা থেকে মেট্রোয় চেপে হাওড়া ময়দান পর্যন্ত যাবেন প্রধানমন্ত্রী৷ আবার ফিরেও আসবেন মেট্রোয় চড়েই৷ দেশে প্রথমবার গঙ্গার নীচ দিয়ে তৈরি হয়েছে এই রেল পথ৷ সেই ঐতিহাসিক মেট্রো পথেরই পথচলার সূচনা হবে প্রধানমন্ত্রীর হাত ধরে৷
advertisement
advertisement
শুধু ইস্ট ওয়েস্ট মেট্রোয় ধর্মতলা থেকে হাওড়া ময়দানের মধ্যে মেট্রো পথ নয়, নতুন আরও দুটি মেট্রো রুটের সূচনাও আগামিকাল করবেন প্রধানমন্ত্রী৷ তার মধ্যে একটি রুট হল নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইন৷ এর পাশাপাশি, জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবারও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী৷ বর্তমানে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো রুট চালু রয়েছে৷
advertisement
মেট্রোর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও আমন্ত্রিতের তালিকায় রয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মেট্রো রেলের এই অনুষ্ঠানের পরই বারাসতে সভা রয়েছে প্রধানমন্ত্রীর৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
East West Metro: শুধু উদ্বোধন নয়, গঙ্গার নীচে মেট্রোতেও চড়বেন মোদি! সূচনা আরও দুই রুটের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement