Sheikh Shahjahan: ভবানী ভবনে দু' ঘণ্টার নাটক! শাহজাহানকে না নিয়েই খালি হাতে ফিরল সিবিআই

Last Updated:

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সন্দেশখালি কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে বিকেল সাড়ে চারটের মধ্যে সিবিআই-এর হাতে হস্তান্তর করার জন্য নির্দেশ দেয় সিআইডিকে৷

শেখ শাহজাহানকে নিয়ে ভবানী ভবনে নাটক৷
শেখ শাহজাহানকে নিয়ে ভবানী ভবনে নাটক৷
কলকাতা: হাইকোর্টের নির্দেশ ছিল৷ যাবতীয় প্রস্তুতি নিয়ে শাহজাহানকে নিয়ে যেতে ভবানী ভবনে পৌঁছে গিয়েছিলেন সিবিআই-এর আধিকারিকরা৷ সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও৷ শেষ পর্যন্ত অবশ্য যাবতীয় আয়োজনই সার, দু ঘণ্টারও বেশি সময়ের অপেক্ষার পর শাহজাহানকে ছাড়াই খালি হাতে ফিরে যেতে হল সিবিআইকে৷
সূত্রের খবর, রাজ্য সরকার শেখ শাহজাহানকে নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে৷ সেই যুক্তিতেই এদিন সিআইডির পক্ষ থেকে শেখ শাহজাহানকে সিবিআইকে হস্তান্তর করা হয়নি বলেই সূত্রের খবর৷
advertisement
এ দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সন্দেশখালি কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে বিকেল সাড়ে চারটের মধ্যে সিবিআই-এর হাতে হস্তান্তর করার জন্য নির্দেশ দেয় সিআইডিকে৷ রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আদালত৷ হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন করে রাজ্য সরকার৷ যদিও শীর্ষ আদালত জরুরি শুনানির আর্জি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে যাওয়ার জন্য রাজ্য সরকারকে পরামর্শ দেয়৷
advertisement
এর পরই বিকেল পাঁচটা নাগাদ সিবিআই-এর দুই আধিকারিক প্রায় ২৫ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে শেখ শাহজাহানকে হেফাজতে নিতে ভবানী ভবনে পৌঁছন৷ মনে করা হচ্ছিল, হাইকোর্টের নির্দেশ মেনে হয়তো শাহজাহানকে সিবিআই-এর হেফাজতেই তুলে দেবেন সিআইডি আধিকারিকরা৷ কিন্তু প্রায় দু ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষার পর যখন সিবিআই আধিকারিকরা ভবানী ভবন থেকে বেরিয়ে আসেন, তখন তাঁদের সঙ্গে শেখ শাহজাহান ছিলেন না৷ শাহজাহানকে না নিয়েই ভবানী ভবন থেকে বেরিয়ে যায় সিবিআই আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আসা চারটি গাড়ি৷
advertisement
সূত্রের খবর, রাজ্য সরকার শাহজাহানের হস্তান্তর নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে, এই যুক্তি দেখিয়েই শাহজাহানকে সিবিআই-এর হাতে দিতে চায়নি সিআইডি৷ রাজ্য পুলিশের এই অবস্থানের পর এবার সিবিআই ফের বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয় কি না, সেটাই এখন দেখার৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sheikh Shahjahan: ভবানী ভবনে দু' ঘণ্টার নাটক! শাহজাহানকে না নিয়েই খালি হাতে ফিরল সিবিআই
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement