বছর শেষে পার্টিতে মাদকের রমরমা, নজরদারি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর
Last Updated:
#কলকাতা: বছর শেষে উৎসবে মত্ত। মাদকে মাতামাতি। নাইট ক্লাব, রেভ পার্টিতে নিষিদ্ধ মাদকের রমরমা। কলকাতায় এ সব রুখতে এবার বাড়তি সতর্ক নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
প্রথমে পঁচিশে ডিসেম্বর...তারপর বছর শেষের উদযাপন.....কলকাতার বিভিন্ন রেস্তোরাঁ, নাইট ক্লাবে এ সময়ে উপচে পড়ে উচ্ছ্বাস-উন্মাদনা..... রেভ পার্টিতে তারস্বরে ট্রান্স মিউজিক.... লেজার লাইট....উদ্দাম রাত যাপন.... শুধু গলা ভিজিয়ে সাধ মেটে না....অনেকে চান নেশার শেষ সীমায় পৌঁছতে...তার জন্য কারও চাই সাইকেডেলিক ড্রাগ...কারও বা অন্য নিষিদ্ধ কিছু....
advertisement
advertisement
গোয়েন্দা রিপোর্ট বলছে, বছর শেষের এই উৎসবের মরসুমেই, কলকাতায় মাদকের কারবার কয়েকগুণ বেড়ে যায়।
এর আগেও, কলকাতার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ-নাইট ক্লাবে হানা দিয়ে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। এবার সেই সব হোটেল-নাইট ক্লাবগুলিতে বাড়তি নজরদারি রাখছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সাদা পোশাকেই গোয়েন্দারা পার্টিতে থাকবেন। মাদকের খোঁজ পেলেই ধরবেন হাতেনাতে।
advertisement
মাদক কারবার রুখতে সীমান্ত এলাকা ও বিমানবন্দরে আগে থেকেই কড়া নজরদারি চালাচ্ছে এনসিবি। এবার তাদের নজরে কলকাতার হোটেল-রেস্তোরাঁ-নাইটক্লাব এবং অবশ্যই বিভিন্ন রেভ পার্টি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2018 11:19 PM IST