CBI দফতরে আজ ম্যাথুর হাজিরা, নারদকাণ্ডে ফের দায়ের জনস্বার্থ মামলা
Last Updated:
নারদ স্টিং ফুটেজের রহস্যভেদে নারদকর্তা বয়ান রেকর্ড করবে সিবিআই ৷
#নয়াদিল্লি: নারদ স্টিং ফুটেজের রহস্যভেদে নারদকর্তা বয়ান রেকর্ড করবে সিবিআই ৷ বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷ ই-মেল মারফত নারদ তদন্তের ইনভেস্টিগেশন অফিসার ম্যাথু স্যামুয়েলকে তলব করেছেন ৷
এর আগেও মেলের মাধ্যমে ২০টি প্রশ্নের একটি তালিকা ম্যাথুর কাছে পাঠিয়েছিল সিবিআই ৷ মেলেই তার জবাব দিয়েছিলেন ম্যাথু স্যামুয়েল। স্টিং অপারেশনের টাকার উত্স থেকে নেতাদের সঙ্গে যোগাযোগ কীভাবে ? সব প্রশ্নেরই উত্তর মেলে তাঁর থেকে। এরপরই কোর্টে জমা দেওয়া ৫৭ ঘণ্টার নারদ ফুটেজ খুঁটিয়ে দেখে নারদ তদন্তে প্রাথমিক তালিকা তৈরি করেছে সিবিআই। কোন দিন ম্যাথু স্যামুয়েল কার কার সঙ্গে দেখা করেছেন। কে কত টাকা নিয়েছেন। কী কী কথা হয়েছে তার ইংরেজি ও হিন্দি অনুবাদসহ এই নথির ভিত্তিতেই এফআইআর-এর প্রস্তুতি নেয় সিবিআই। কিন্তু নারদ ফুটেজই বারবার তদন্তে বাধা হয়ে দাঁড়িয়েছে ৷
advertisement
ফরেনসিক ল্যাবে খোলা যায়নি নারদ ডট কম-এর ২৬টি স্টিং ফুটেজ ৷ নিজস্ব সফটওয়্যার ব্যবহার করেও সেই ফুটেজ খোলা সম্ভব হয়নি ৷ অনুসন্ধানের সমস্ত অলিগলি ঘুরে তদন্ত গিয়ে আটকেছে ওই স্পেশাল ২৬ টি ফুটেজেই ৷
advertisement
ফুটেজে দেখতে পাওয়া দৃশ্যের পিছনের সত্যতাটি কি? দুর্নীতি না ঘুষ? ওই ২৬টি ফুটেজের কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না CBI ৷ প্রয়োজনে ৫৭ ঘণ্টার ওই স্টিং ফুটেজকে আরও একবার ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর কথা ভাবছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ সম্ভবত ফুটেজগুলি উদ্ধারের জন্য নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের সাহায্য নিতে চাইছে সিবিআই ৷
advertisement
স্টিং-এ ব্যবহৃত ম্যাথু স্যামুয়েলের আইফোন ফোর-এসের দুটি IMEI নম্বর। ডুয়াল সিমেও দুটি আলাদা ক্রম সংখ্যা। যে জটিলতা মেটাতে প্রযুক্তিবিদদের সহায়তা প্রয়োজন। ম্যাথুর সঙ্গেও এই নিয়ে কথা বলবে সিবিআই।
advertisement
অন্যদিকে, নারদকাণ্ডে ফের আরও একটি জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে ৷ CBI অনুসন্ধানে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছেন উত্তর দমদমের বাসিন্দা সামিতাভ ধর ৷ তাঁর দাবি, আগে লোকসভার এথিক্স কমিটির অনুসন্ধান হোক ৷ পরে হবে CBI অনুসন্ধান ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2017 12:17 PM IST