সিবিআই-এর করা ২০টি প্রশ্নের জবাব দিলেন ম্যাথু স্যামুয়েল
Last Updated:
অনুসন্ধানের শুরুতেই ম্যাথুর কাছ থেকে একাধিক প্রশ্নের উত্তর জেনে নিল সিবিআই।
#নয়াদিল্লি: অনুসন্ধানের শুরুতেই ম্যাথুর কাছ থেকে একাধিক প্রশ্নের উত্তর জেনে নিল সিবিআই। মেল করে তাঁকে প্রশ্ন পাঠানো হয়েছিল। মেলেই তার জবাব দিয়েছেন ম্যাথু স্যামুয়েল। স্টিং অপারেশনের টাকার উত্স থেকে নেতাদের সঙ্গে যোগাযোগ কীভাবে ? সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
সিবিআই-ম্যাথু প্রশ্নোত্তর
প্রশ্ন- নারদ স্টিং অপারেশন করার পরিকল্পনা কবে ?
advertisement
উত্তর- ২০১৩-র শেষদিকে পরিকল্পনা করি
প্রশ্ন- স্টিং অপারেশন কবে থেকে শুরু হয়েছিল ?
উত্তর- ২৩ মার্ড, ২০১৪ থেকে স্টিং অপারেশন শুরু করি
প্রশ্ন- স্টিং অপারেশন করতে কতদিন সময় লাগে ?
উত্তর- প্রায় ৮ মাস সময় লেগেছিল
প্রশ্ন- স্টিং অপারেশনে ব্যবহৃত টাকার উত্স কী ?
advertisement
উত্তর- তহলকা ইন্ডিয়ার টাকায় স্টিং অপারেশন করি
প্রশ্ন- স্টিং অপারেশনে আপনি ছাড়াও কতজন ছিলেন ?
উত্তর- নারদ সংস্থার ৬-৭ জন কর্মী ছিলেন
প্রশ্ন- নারদ স্টিং অপারেশনে ভিডিও ফুটেজ এডিটিং কারা করেন ?
উত্তর- প্রাক্তন কর্মী নিধি রামাচন্দ্রন-সহ কয়েকজন
প্রশ্ন- নারদ স্টিং অপারেশন করার সময় কোথায় ছিলেন ?
উত্তর- কলকাতার বিভিন্ন হোটেল বা গেস্ট হাউসে ছিলাম, কখনও দিল্লি থেকে যাতায়াত করেছি
advertisement
প্রশ্ন- নারদ স্টিং অপারেশনে সাহায্য কারা করেছিল ?
উত্তর- ট্যাক্সিচালক ইসলামের মাধ্যমে টাইগার মির্জার সঙ্গে যোগাযোগ হয়, টাইগার মির্জার মাধ্যমে স্টিং-এ দেখানো অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করি
প্রশ্ন- স্টিং অপারেশনে কী সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল ?
উত্তর- আই ফোন AI387-এ ভিডিও করি
প্রশ্ন- স্টিং অপারেশনের ফুটেজ কোথায় সংরক্ষণ করা হয়েছিল ?
advertisement
উত্তর- স্যানডিস্ক-এর 64 GB পেনড্রাইভ, স্যামসাং-এর হার্ড ডিস্ক ও ম্যাকবুক প্রো ল্যাপটপে
প্রশ্ন- নারদ স্টিং ফুটেজ এডিট কোথায় বসে হয়েছিল?
উত্তর- দিল্লির নারদের অফিসে বসে এডিট হয়েছিল
প্রশ্ন- প্রথম কোথায় আপলোড করা হয় নারদ স্টিং ফুটেজ ?
উত্তর- নারদের ওয়েবসাইটে প্রথম আপলোড হয়
রবিবার দিল্লির দ্বারকায় ম্যাথুর বাড়িতে গিয়ে এডিটিং করার সামগ্রী বাজেয়াপ্ত করে সিবিআই। মামলা দায়ের করার ক্ষেত্রে ম্যাথুর বয়ান ও এই সামগ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ।
view commentsLocation :
First Published :
March 19, 2017 4:31 PM IST

