Durga Pujo 2022: দুর্গাপুজোর আয়োজনে খামতি নেই, নাকতলায় এ বারও ভিড় উপচে পড়বে, বলছেন আয়োজকরা

Last Updated:

Durga Pujo 2022: দেখা গেল, প্যান্ডেল তৈরীর কাজ চলছে জোরকদমে। মন্ডপ প্রাঙ্গণে ক্লাবের ব্যানারে ব্যানারে ছয়লাপ। ডেকোরেটর কর্মী থেকে শিল্পী প্রত্যেকেই এখন দারুণ ব্যস্ত।

ফাইল ছবি
ফাইল ছবি
#কলকাতা:  নাকতলার পুজো মানেই পার্থ চট্টোপাধ্যায়ের পুজো। সেই পার্থ চট্টোপাধ্যায় এখন নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে। এবার তা হলে নাকতলা উদয়ন সংঘের পুজোর কী হবে? এই প্রশ্নই এখন অনেকের মুখে মুখে।  অক্টোবরের শুরুতেই দুর্গাপুজো। হাতে আর মাত্র ২ মাস। এই সময়ে নাকতলা পুজো কমিটি বেজায় চিন্তায়। কারণ নাকতলা উদয়ন সংঘের পুজো মানেই তো পার্থ চট্টোপাধ্যায়ের পুজো। সেই হেভিওয়েট মন্ত্রীকেই গ্রেফতার করেছে ইডি। তা হলে এবার নাকতলার পুজোর কী হবে?
উত্তর খুঁজতে নিউজ এইট্টিন বাংলা পৌঁছে গিয়েছিল নাকতলা উদয়ন সংঘের পুজো প্রাঙ্গণে। দেখা গেল, প্যান্ডেল তৈরীর কাজ চলছে জোরকদমে। মন্ডপ প্রাঙ্গণে ক্লাবের ব্যানারে ব্যানারে ছয়লাপ। ডেকোরেটর কর্মী থেকে শিল্পী প্রত্যেকেই এখন দারুণ ব্যস্ত। তবে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের ঘটনায়  মন খারাপের মধ্যেও পুজোর আয়োজনে কোনও খামতি রাখতে চান না ক্লাব কর্তৃপক্ষ। পুজো উদ্যোক্তাদের কথায়, 'এই চরম ব্যস্ততার সময় পার্থদা আমাদের মাঝে নেই খারাপ তো লাগছেই। তবে এ বারও আমাদের পুজোয় চমক থাকবে। দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে ভিড় টানার নিরিখে আমরাই এগিয়ে থাকব'।
advertisement
আরও পড়ুন: পার্থর অবস্থা গুরুতর নয়, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, জানিয়ে দিন ভুবনেশ্বর এইমস
সারা বছর মন্ত্রী। কিন্তু, পুজোর কটা দিন উদ্যোক্তা। নাকতলা উদয়ন সংঘের পুজোর উদ্যোক্তা। পুজোর ক’টা দিন পার্থ চট্টোপাধ্যায়কে দেখা যায় একেবারে অন্য মেজাজে। কখনও সিংহাসনে বসে। কখনও বা ফিটন গাড়িতে।  নাকতলা উদয়ন সংঘের এই পুজোর এবার ৩৮ বছর। খুঁটি পুজো হয়ে গিয়েছে। মণ্ডপের কাঠামোও প্রায় তৈরি। নাকতলায় এবারও থিমের পুজো। সেই কাজও পুরোদমে চলছে। এরই মাঝে পার্থর গ্রেফতারিতে কিছুটা হলেও তাল কেটেছে। শিক্ষকনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাই এবার নাকতলা উদয়ন সংঘের পুজোর কী হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। যদিও নাকতলা পুজা কমিটির তরফে জানানো হয়েছে, 'এতদিন আমরা যেভাবে পুজো করে এসেছি এবারও ঠিক একই ভাবেই পুজোর আয়োজন করা হবে'। শহর কলকাতার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম নাকতলা উদয়ন সংঘ। চেতলা অগ্রণীর পুজো যেমন ববি হাকিমের, সুরুচি সংঘের পুজো যেমন অরূপ বিশ্বাসের, শ্রীভূমির পুজো যেমন সুজিত বসুর, নাকতলার পুজো মানেই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পুজো হিসেবেই পরিচিত সকলের কাছে। সেই কমিটির প্রধান মুখ গ্রেফতার হওয়ায় চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
advertisement
advertisement
যদিও ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, 'এক নতুন সূর্যের ভোর এবারে বাংলার দুর্গাপুজোতে। আমাদের দুর্গাপুজোর মুকুটে এসেছে নয়া পালক। ইউনেস্কো থেকে স্বীকৃতি অর্জন করেছে বাংলার দুর্গাপুজো । আর এই সময় দাঁড়িয়ে বাংলার পুজোর মুখ নাকতলা উদয়ন সংঘ নতুন করে তাদের সৃষ্টি তুলে ধরতে বদ্ধপরিকর' ।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী   
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Pujo 2022: দুর্গাপুজোর আয়োজনে খামতি নেই, নাকতলায় এ বারও ভিড় উপচে পড়বে, বলছেন আয়োজকরা
Next Article
advertisement
Kuldeep Singh Sengar Bail Update: উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
  • উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা৷

  • সুপ্রিম কোর্টে মামলা করল সিবিআই৷

  • দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান প্রাক্তন বিজেপি বিধায়ক৷

VIEW MORE
advertisement
advertisement