Durga Puja Carnival: কার্নিভালেও ডাক পেল না পার্থর নাকতলা উদয়ন! যোগ দিচ্ছে না একডালিয়াও

Last Updated:

শনিবার রেড রোডের পূজোর কার্নিভালে ৯৫ টি পুজো কমিটি অংশ নিতে চলেছে। ইতিমধ্যেই তার প্রস্তুতি ও চূড়ান্ত।

নাকতলার এই প্রতিমা থাকছে না কার্নিভালে৷
নাকতলার এই প্রতিমা থাকছে না কার্নিভালে৷
#কলকাতা: পুজোর কার্নিভালে ডাক পেল না নাকতলা উদয়ন সংঘ৷  কার্নিভালে ডাক পাওয়া ৯৫ টি পুজো কমিটির তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত। সেখানে এখনও পর্যন্ত নাম নেই দক্ষিণ কলকাতার নাকতলা উদয়ন সংঘের।
ইতিমধ্যে একডালিয়া এভারগ্রিন ক্লাব এই কার্নিভালে যোগ দেবে না বলে আগেই সিদ্ধান্ত জানিয়েছে। যেহেতু ক্লাবের প্রাক্তন সভাপতি সুব্রত মুখোপাধ্যায় মারা গিয়েছেন৷ এবার কার্নিভালে যোগ দেবে না বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিল।
কিন্তু কার্নিভাল শুরুর সময় থেকেই বরাবরই প্রথমে সারিতে দেখা গিয়েছে এই নাকতলা উদয়ন সংঘ ক্লাবকে। এবারের কার্নিভালে নাকতলা উদয়ন সংঘ এখনও পর্যন্ত তালিকায় নেই বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
advertisement
তবে আরও কয়েকটি পুজো কার্নিভালে ঢুকবে বলেই দাবি প্রশাসনিক মহলের। কিন্তু সেই তালিকায় নাকতলা উদয়ন সংঘ থাকার সম্ভাবনা কার্যত নেই বলেই সূত্রের খবর। প্রসঙ্গত এই ক্লাবের চেয়ারম্যান ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির  পর তাঁকে মন্ত্রিত্ব ও তৃণমূল কংগ্রেসের পদ থেকেও সরানো হয়েছে। আপাতত তিনি জেলবন্দি রয়েছেন।
advertisement
নাকতলা উদয়ন সংঘের পুজোর উদ্বোধ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বছর করেননি। আর তারপর কার্নিভালের তালিকা থেকে নাকতলা উদয়ন সংঘ বাদ পড়ায় একেবারেই অবাক নয় রাজনৈতিক মহল।
এখনও পর্যন্ত যে পুজো কমিটিগুলির তালিকা ঠিক হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে কলেজ স্কোয়ার, বেহালা নতুন দল, বেহালা উত্তর হালদার পাড়া, বরিশা প্লেয়ারস কর্নার, হাতিবাগান সর্বজনীন, কাশী বোস লেন, আইরিটোলা সার্বজনীন, সল্টলেক এফ ডি ব্লক, কুমারটুলি সার্বজনী, অজয় সংহতি, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী ক্লাব, ত্রিধারা, সমাজসেবীর মতো ক্লাবগুলি আমন্ত্রণের তালিকায় রয়েছে। গত কয়েক বছরের নিরিখে এবারের কার্নিভালে অংশগ্রহণকারী পূজোর সংখ্যা অনেকটাই বেড়েছে বলেই দাবি প্রশাসনিক মহলের একাংশের।
advertisement
সে ক্ষেত্রে দক্ষিণ কলকাতা থেকেই পুজো কমিটির অংশগ্রহণকারী সংখ্যা বেশি। পাশাপাশি এবারের কার্নিভালে প্রত্যেকটি পুজো কমিটিকে দুই থেকে তিন মিনিটের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে বলা হয়েছে। প্রত্যেকটি ক্লাব সর্বাধিক ৫০ জন সদস্য  নিয়ে আসতে পারে এই কার্নিভালের জন্য।
ইতিমধ্যেই এই কার্নিভালকে কেন্দ্র করে আমন্ত্রণ পত্রের চাহিদা তুঙ্গে। নবান্ন সূত্রে খবর, যে ২০ হাজার আমন্ত্রণপত্র ছাপানো হয়েছিল যা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। পাশাপাশি বিদেশের আমন্ত্রিত অতিথিদের জন্য আলাদা করে বসার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই রেড রোড জুড়ে প্রস্তুতি তুঙ্গে। শনিবার বিকেল চারটা থেকেই এই কার্নিভাল অনুষ্ঠান শুরু হওয়ার কথা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja Carnival: কার্নিভালেও ডাক পেল না পার্থর নাকতলা উদয়ন! যোগ দিচ্ছে না একডালিয়াও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement