Junior doctors Nabanna meeting: কোনও শর্ত মেনে আলোচনা নয়, জানালেন মুখ্যসচিব! জুনিয়র চিকিৎসকদের দাবি খারিজ করল নবান্ন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
জুনিয়র চিকিৎসকদের তোলা চার দফা শর্ত কার্যত খারিজ করে দেওয়া হল৷ ফলে জটিলতা কাটার বদলে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের মধ্যে চলতে থাকা স্নায়ুর লড়াই আরও জটিল হল বলেই মনে করা হচ্ছে৷
কলকাতা: পূর্ব নির্ধারিত কোনও শর্ত মেনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কোনওরকম আলোচনা করবে না রাজ্য সরকার৷ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাঠানো ই মেলের জবাবে এমনই কড়া বার্তা দিয়ে দিল নবান্ন৷ এ দিন বিকেলেই চারটি শর্ত দিয়ে আলোচনায় বসতে চেয়ে রাজ্যের মুখ্যসচিবকে ই মেল পাঠানো হয় জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে৷ তার জবাবে এ দিন সন্ধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়ে দিলেন, পূর্ব নির্ধারিত কোনও শর্ত মেনে আলোচনায় বসতে রাজি নয় রাজ্য সরকার৷ বরং রাজ্য চায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে খোলামেলা আলোচনা করে সমস্যার নিরসন করতে৷
রাজ্য সরকারের পক্ষ থেকে এই বক্তব্য জানিয়ে জুনিয়র চিকিৎসকদের তোলা চার দফা শর্ত কার্যত খারিজ করে দেওয়া হল৷ ফলে জটিলতা কাটার বদলে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের মধ্যে চলতে থাকা স্নায়ুর লড়াই আরও জটিল হল বলেই মনে করা হচ্ছে৷
advertisement
advertisement
মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, ‘আমরা অনুরোধ করেছিলাম যাতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরে এসে পরিষেবা দিতে শুরু করুন৷ আমরা গঠনমূলক এবং খোলামেলা আলোচনা করতে চেয়েছিলাম৷ নিরাপত্তা নিয়ে চিকিৎসকদের যে মূল দাবি ছিল, তার জন্য আমরা কী করেছি তা ওনাদের জানাতাম৷ ওনাদের পরামর্শও আমরা শুনতাম৷ কিন্তু আমরা ওনাদের থেকে ইতিবাচক উত্তর পাইনি৷ যে ই মেল পাঠানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে, তাতে চারটি শর্ত, পাঁচ দফা দাবির কথা বলা হয়েছে৷ কোনও শর্ত রেখে আলোচনা করা যায় না৷ পারস্পরিক মত বিনিময় করতে চেয়েছিলাম আমরা৷ যাতে সমস্যাগুলি দূর করা যায়৷ কিন্তু চিকিৎসকদের থেকে সাড়া না মেলায় আজকেও আলোচনা করা গেল না৷’
advertisement
মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ দিন বার বারই বলেছেন, রাজ্য সরকার চিকিৎসকদের কাজে ফেরা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিতে চায়৷ আলোচনার জন্য রাজ্য সরকার আদৌ আর জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করবে কি না, সেই প্রশ্নেরও সরাসরি কোনও জবাব দেননি মন্ত্রী বা পুলিশ প্রশাসনের দুই শীর্ষ কর্তা৷ মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, ‘কিছু দাবি মানলেই আলোচনা হবে, এ ভাবে কথা এগোতে পারে না৷ আমরা আশা করব সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, আমাদের আবেদনে সাড়া দিয়ে চিকিৎসকরা কাজে ফিরবেন৷’
advertisement
যে চার শর্তের কথা জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে বৈঠকে অন্তত ৩০ জন প্রতিনিধিকে অংশ নিতে দেওয়ার দাবি৷ দ্বিতীয়ত, বৈঠকের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করতে হবে৷ তৃতীয় শর্তে বলা হয়েছে, আরজি কর কাণ্ডের পরে জুনিয়র চিকিৎসকদের তোলা পাঁচ দফা দাবির উপরেই আজকের আলোচনা চালাতে হবে৷ এবং সর্বশেষ শর্ত হিসেবে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2024 7:27 PM IST