RG Kar incident: 'ধর্মযুদ্ধ জিততে হবে, শুধু তুমি ফিরে আসবে বলে...', লিখলেন নিহত মহিলা চিকিৎসকের বিশেষ বন্ধু
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:PARADIP GHOSH
Last Updated:
এই শহরের বুকেই অনেক স্বপ্ন দেখেছিলেন তাঁরা৷ একমাস আগে নৃশংসতা, লালসার বলি হয়েছে সেই সব স্বপ্ন৷
কলকাতা: কলার টিউনে আজও বাজে প্রিয় মানুষটির পছন্দের গান ‘আমাদের গল্পগুলো স্বল্প সময় ঘর পাতালো…!’ একসঙ্গে দেখা স্বপ্নগুলি পথ হারিয়েছে আজ। প্রিয় মানুষটির জন্য রাজপথে যখন হাতে হাত রেখে পা মেলে, জনজোয়ার বয়, তখন সেই জনস্রোতে মিশে থাকে আরজি করের নিহত মহিলা চিকিৎসকের প্রিয় মানুষটিও। স্বজন হারানোর ব্যথা বুকে নিয়ে ভিড়ের মাঝে পা মেলান তিনিও!
এই শহরের বুকেই অনেক স্বপ্ন দেখেছিলেন তাঁরা৷ একমাস আগে নৃশংসতা, লালসার বলি হয়েছে সেই সব স্বপ্ন৷ অমানুষিক যন্ত্রণা পেয়ে চলে গিয়েছেন সবথেকে কাছের মানুষটি৷ প্রিয় মানুষের এই অকল্পনীয় পরিণতির যন্ত্রণা, একসঙ্গে দেখা সমস্ত অপূর্ণ স্বপ্নের ভার বুকে নিয়েই একমাস কাটিয়ে দিয়েছেন আরজি করের নিহত মহিলা চিকিৎসকের বিশেষ বন্ধু৷ তবে এখনও মনের গভীরে কোথাও তিনি বিশ্বাস করেন, তাঁর তিলোত্তমা বেঁচে আছেন৷ আবারও ফিরবেন তাঁর কাছে৷
advertisement
advertisement
ন্যায়বিচারের লড়াই, সবথেকে প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা, শহর জুড়ে প্রতিবাদের ঝড়- এ সব কিছুই নিয়েই কবিতা লিখলেন নিহত মহিলা চিকিৎসকের বিশেষ বন্ধু৷ 

advertisement
নিহত মহিলা চিকিৎসকের বিশেষ বন্ধুর লেখা কবিতা৷
কবিতার লাইনেই নির্যাতিতার বিশেষ বন্ধু শপথ নিয়েছেন, ‘ধর্মযুদ্ধ জিততেই হবে৷’ ফুটে উঠেছে তাঁর মনের বিশ্বাস, একদিন তাঁর প্রিয় বন্ধু ঠিক ফিরে আসবেন৷ তিনি লিখেছেন, ‘ধর্মযুদ্ধ জিততে হবে, তিলোত্তমা, শুধু তুমি ফিরে আসবে বলে…’
আরজি কর কাণ্ডের পর একমাসের বেশি কেটে গেলেও এখনও রহস্যের জাল কাটেনি৷ লড়াই যে দীর্ঘ হবে তা ধরে নিয়েই আরজি কর কাণ্ডের নির্যাতনের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে নাগরিক সমাজ৷ নিজের লেখা কবিতায় নিহত মহিলা চিকিৎসকের বিশেষ বন্ধুও বুঝিয়ে দিলেন, এই লড়াইকে ধর্মযুদ্ধ হিসেবেই দেখছেন তিনি৷ এই ল়ড়াইয়ের শেষ না দেখে তিনিও ছাড়বেন না৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2024 5:00 PM IST