RG Kar incident: 'ধর্মযুদ্ধ জিততে হবে, শুধু তুমি ফিরে আসবে বলে...', লিখলেন নিহত মহিলা চিকিৎসকের বিশেষ বন্ধু

Last Updated:

এই শহরের বুকেই অনেক স্বপ্ন দেখেছিলেন তাঁরা৷ একমাস আগে নৃশংসতা, লালসার বলি হয়েছে সেই সব স্বপ্ন৷

আরজি কর কাণ্ডের একমাসের মাথায় কবিতা লিখলেন নিহত মহিলা চিকিৎসকের বিশেষ বন্ধু৷
আরজি কর কাণ্ডের একমাসের মাথায় কবিতা লিখলেন নিহত মহিলা চিকিৎসকের বিশেষ বন্ধু৷
কলকাতা: কলার টিউনে আজও  বাজে প্রিয় মানুষটির পছন্দের গান ‘আমাদের গল্পগুলো স্বল্প সময় ঘর পাতালো…!’ একসঙ্গে দেখা স্বপ্নগুলি পথ হারিয়েছে আজ। প্রিয় মানুষটির জন্য রাজপথে যখন হাতে হাত রেখে পা মেলে, জনজোয়ার বয়, তখন সেই জনস্রোতে মিশে থাকে আরজি করের নিহত মহিলা চিকিৎসকের প্রিয় মানুষটিও। স্বজন হারানোর ব্যথা বুকে নিয়ে ভিড়ের মাঝে পা মেলান তিনিও!
এই শহরের বুকেই অনেক স্বপ্ন দেখেছিলেন তাঁরা৷ একমাস আগে নৃশংসতা, লালসার বলি হয়েছে সেই সব স্বপ্ন৷ অমানুষিক যন্ত্রণা পেয়ে চলে গিয়েছেন সবথেকে কাছের মানুষটি৷ প্রিয় মানুষের এই অকল্পনীয় পরিণতির যন্ত্রণা, একসঙ্গে দেখা সমস্ত অপূর্ণ স্বপ্নের ভার বুকে নিয়েই একমাস কাটিয়ে দিয়েছেন আরজি করের নিহত মহিলা চিকিৎসকের বিশেষ বন্ধু৷ তবে এখনও মনের গভীরে কোথাও তিনি বিশ্বাস করেন, তাঁর তিলোত্তমা বেঁচে আছেন৷ আবারও ফিরবেন তাঁর কাছে৷
advertisement
advertisement
ন্যায়বিচারের লড়াই, সবথেকে প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা, শহর জুড়ে প্রতিবাদের ঝড়- এ সব কিছুই নিয়েই কবিতা লিখলেন নিহত মহিলা চিকিৎসকের বিশেষ বন্ধু৷
advertisement
নিহত মহিলা চিকিৎসকের বিশেষ বন্ধুর লেখা কবিতা৷ 
কবিতার লাইনেই নির্যাতিতার বিশেষ বন্ধু শপথ নিয়েছেন, ‘ধর্মযুদ্ধ  জিততেই হবে৷’ ফুটে উঠেছে তাঁর মনের বিশ্বাস, একদিন তাঁর প্রিয় বন্ধু ঠিক ফিরে আসবেন৷ তিনি লিখেছেন, ‘ধর্মযুদ্ধ জিততে হবে, তিলোত্তমা, শুধু তুমি ফিরে আসবে বলে…’
আরজি কর কাণ্ডের পর একমাসের বেশি কেটে গেলেও এখনও রহস্যের জাল কাটেনি৷ লড়াই যে দীর্ঘ হবে তা ধরে নিয়েই আরজি কর কাণ্ডের নির্যাতনের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে নাগরিক সমাজ৷ নিজের লেখা কবিতায় নিহত মহিলা চিকিৎসকের বিশেষ বন্ধুও বুঝিয়ে দিলেন, এই লড়াইকে ধর্মযুদ্ধ হিসেবেই দেখছেন তিনি৷ এই ল়ড়াইয়ের শেষ না দেখে তিনিও ছাড়বেন না৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar incident: 'ধর্মযুদ্ধ জিততে হবে, শুধু তুমি ফিরে আসবে বলে...', লিখলেন নিহত মহিলা চিকিৎসকের বিশেষ বন্ধু
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement