‘কোনও পরিবর্তন নেই’! সোমেই নবান্ন অভিযান হবেই, কোন পথে যাবে মিছিল? জানিয়ে দিল সংগ্রামী যৌথ মঞ্চ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
আগামী সোমবার ২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ
কলকাতা: আগামী সোমবার ২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। রবিবার সাংবাদিক সম্মেলন করে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানাল হল মিছিলে কোনও পরিবর্তন হয়নি। আগামীকালের মিছিলের রুট নিয়েও জানাল হল।
সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানাল হল, হাওড়া স্টেশনে জমায়েত করা হবে। রেলওয়ে মিউজিয়াম হয়ে রেলওয়ে রোড টু ওয়ার্ড রামকৃষ্ণ ঘাট যাবে মিছিল। ডান দিক ঘুরে ফরসর রোড হয়ে কাজী পাড়া মোড় হয়ে নবান্ন।
advertisement
advertisement
পাশাপাশি আগামীকালের অভিযানে কোনও পরিবর্তন আনা হয়নি। কোনও পরিবর্তন নেই। বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী চাকরিহারা ঐক্য মঞ্চ রাজ পথে থাকছে।আগামীকাল ২৮ জুলাই, সোমবার বেলা ঠিক ১২ টা হাওড়া স্টেশন থেকে জমায়েত শুরু হবে। ‘‘পুলিশ প্রশাসন যতই ভয় দেখাক আমরা আমাদের এই সিদ্ধান্ত থেকে এক বিন্দু সরে আসছি না’’, সাংবাদিক সম্মেলনা ঘোষণা দক্ষিণ ২৪ পরগণার চাকরিহারা প্রার্থী দেবাশিষ বিশ্বাসের।
advertisement
নবান্ন অভিযানের কারণ প্রসঙ্গে আহ্বায়ক অনিরুদ্ধ ভট্টাচার্য জানালেন, ‘‘৬ লক্ষ শূন্যপদ রয়েছে। ওবিসি বাদ দিয়ে নিয়োগ করার প্রক্রিয়া আছে। কিন্তু সরকার করছে না। দুর্নীতির জন্য এসএসসির শিক্ষকরা চাকরি হারিয়েছে। ডি.এ মিলছে না। কিন্তু আমার পাড়া প্রকল্প শুরু হয়েছে। এছাড়া একাধিক দাবি নিয়ে আন্দোলন করেছি। একাধিক দাবি নিয়ে বিপন্ন জীবন রক্ষার জন্য নবান্ন চলো।’’
advertisement
পুলিশের বিরুদ্ধে নবান্ন অভিযান আটকানোর অভিযোগও আনলেন আহ্বায়ক অনিরুদ্ধ ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘পুলিশকে দিয়ে নবান্ন চলে কর্মসূচি আটকানোর চেষ্টা করা হচ্ছে। কোনও ব্যবসায়ী সমিতিকে দিয়ে মামলা করে সংগ্রামী মঞ্চকে পার্টি করা হয়, কিন্ত কোনও নোটিস আমরা পাইনি। সরকার ও পুলিশ মিথ্যাচার করছে। আমরা হাইকোর্টে যাইনি। কোর্টের কোনও নিষেধাজ্ঞা নেই। আপনারা ভয় পাবেন না। পুলিশের উচিত সহযোগিতা করা। যদি না করেন তার দায় তাদের ওপর বর্তাবে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2025 6:59 PM IST