Nabanna Abhijan: পিছিয়ে গেল বিজেপির নবান্ন অভিযান! সাতের বদলে ১৩ সেপ্টেম্বর 'জেল ভরো অভিযান', কেন পিছল দিন?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Nabanna Abhijan: আগামী ৭ সেপ্টেম্বরের পরিবর্তে ১৩ সেপ্টেম্বর হতে চলেছে এই অভিযান। আজ বঙ্গ বিজেপির রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বসম্মতিক্রমে।
#কলকাতা: পিছিয়ে গেল বিজেপির নবান্ন অভিযান। আগামী ৭ সেপ্টেম্বরের পরিবর্তে ১৩ সেপ্টেম্বর হতে চলেছে এই অভিযান। আজ বঙ্গ বিজেপির রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বসম্মতিক্রমে। বিজেপি সূত্রে খবর, কলেজ স্কোয়ার, ময়দান ও সাঁত্রাগাছিতে জমায়েতের পর গেরুয়া শিবির র্যালি করে নবান্ন অভিযান করবে ওইদিন।
কিন্তু কেন হঠাৎ পিছিয়ে গেল বিজেপির নবান্ন অভিযান? গেরুয়া শিবির সূত্রে খবর, আদিবাসী সম্প্রদায়ের উৎসব রয়েছে সেপ্টেম্বরের শুরুতে তাঁদের কথা ভেবেই নবান্ন অভিযানের দিন পিছোনোর সিদ্ধান্ত নিয়েছে দল। কলকাতায় আজ বিজেপির রাজ্য কমিটির বৈঠকে বসেছিল। সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
নবান্ন অভিযানের জন্য প্রাথমিকভাবে ৭ সেপ্টেম্বর দিন ঠিক হয়েছিল। রাজ্যের একটি বড় এলাকা জুড়ে সেদিন জনজাতি সমাজের করম পুজো পালিত হবে। রাজ্যের পশ্চিমাংশ এবং উত্তরবঙ্গের জনজাতি সমাজের আবেগের বিষয়টি মাথায় রেখে বিজেপি নবান্ন অভিযানের দিন পরিবর্তন করেছে। স্থানীয়ভাবে কার্যকর্তারা করম পুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন চলো অভিযানে ‘চোরদের জেলে ভরো, মমতা গদি ছাড়ো’ দাবি নিয়ে লক্ষ লক্ষ বিজেপি কার্যকর্তা সামিল হবেন বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
advertisement
প্রসঙ্গত, দুর্নীতি ইস্যুতে আগামী সাত সেপ্টেম্বর বিজেপির তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় প্রাথমিকভাবে। নবান্ন অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় চলছে গেরুয়া শিবিরের প্রস্তুতি বৈঠক। কিন্তু ৭ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয় ওই দিন আদিবাসী সম্প্রদায়ের করম উৎসবের জন্যই। আগেই ইঙ্গিত মিলেছিল পিছিয়ে যেতে পারে বিজেপির নবান্ন অভিযান। দলীয় সূত্রে এমন সম্ভাবনার কথা আগেই শোনা গিয়েছিল। আজ রাজ্য কমিটির বৈঠকে সেই বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষিত হল।
advertisement
আগামী ছয়, সাত ও আট সেপ্টেম্বর আদিবাসীদের উৎসব রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া সহ জঙ্গলমহলের একাধিক আদিবাসী অধ্যুষিত অঞ্চলে। সে কারণেই নবান্ন অভিযানের দিনক্ষণ পরিবর্তন বিজেপির রাজ্য নেতৃত্বর। জঙ্গলমহল কিম্বা উত্তরবঙ্গে বিজেপির সংগঠন শক্তিশালী। তাই উৎসবের মরশুমে যদি নবান্ন অভিযান করা হয় সেক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়ভুক্ত দলীয় কর্মী সমর্থকরা অংশ নিতে পারবেন না। এই সমস্ত এলাকার বিধায়ক, সাংসদরাও আদিবাসীদের উৎসবে পাশে থাকতে পারবে না সেই আশঙ্কা করেই নতুন দিন ধার্য করল বিজেপি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 22, 2022 6:21 PM IST