Nabanna Abhijan Update: পুলিশের লাঠিচার্জ, রাস্তার উপরেই বসে পড়লেন শুভেন্দু অধিকারী! নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র পার্ক স্ট্রিট

Last Updated:

পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় পার্ক স্ট্রিট মোড়৷ নবান্ন অভিযানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে হাওড়া ময়দান, সাঁতরাগাছিতেও৷ 

পার্ক স্ট্রিট মোড়ে শুভেন্দু অধিকারী৷
পার্ক স্ট্রিট মোড়ে শুভেন্দু অধিকারী৷
নবান্ন অভিযানকে কেন্দ্র করে পার্ক স্ট্রিটে ধুন্ধুমার৷ বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করতেই ব্যাপক লাঠিচার্জ শুরু করে পুলিশ৷ রণক্ষেত্রের চেহারা নেয় পার্ক স্ট্রিট৷ শেষ পর্যন্ত পার্ক স্ট্রিট মোড়েই বিজেপি বিধায়কদের নিয়ে রাস্তার উপরে বসে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, অশোক দিন্দা সহ বিজেপি বিধায়করা৷
পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় পার্ক স্ট্রিট মোড়৷ নবান্ন অভিযানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে হাওড়া ময়দান, সাঁতরাগাছিতেও৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ দিন বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের নিয়ে নবান্ন অভিযানের মিছিলে যোগ দিয়েছিলেন৷ যদিও দলীয় পতাকা ছাড়াই মিছিলে যোগ দিয়েছিলেন শুভেন্দু সহ বিজেপি বিধায়করা৷ শুভেন্দু অধিকারী শুরুতেই বলে দেন, যেখানেই তাঁকে আটকানো হবে, রাস্তার উপরে তিনি বসে পড়বেন৷
advertisement
advertisement
বিরোধী দলনেতার বিস্ফোরক অভিযোগ,  ‘নির্যাতিতার বাবা-মাকে মারা হয়েছে৷ বিজেপি বিধায়কদের মারা হয়েছে৷ অন্তত একশো জন এখানেই আহত হয়েছেন৷ আমাকে মারা হয়েছে৷ বাংলা বনাম মমতার লড়াই শুরু হয়ে গিয়েছে৷’
পার্ক স্ট্রিট থেকে জহরলাল নেহরু রোড হয়ে নবান্নের দিকে এগনোর জন্য প্রথমে মিছিল নিয়ে এগনোর চেষ্টা করেন শুভেন্দু অধিকারী৷ পুলিশের বাধা পেয়ে ফের মিছিলের অভিমুখ বদলের চেষ্টা করা হয়৷ কিন্তু চারপাশ থেকে ব্যারিকেড করা থাকায় মিছিল এগোতে পারেনি৷ এর পরই উত্তেজনা ছড়ায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna Abhijan Update: পুলিশের লাঠিচার্জ, রাস্তার উপরেই বসে পড়লেন শুভেন্দু অধিকারী! নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র পার্ক স্ট্রিট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement