Nabanna: ১০ মিনিট পর দাঁড়ালেন না মুখ্যসচিব, আজই প্রকাশ করতে হবে তালিকা! দাবি তুলল নবান্ন অভিযানকারী চাকরিপ্রার্থীরা
- Published by:Suman Biswas
- Reported by:Sudipta Sen
Last Updated:
Nabanna: বৈঠকে ছিলে মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ আরও অনেকেই। চাকরিহারাদের বেশ কয়েকজন সেখানে ছিলেন।
কলকাতা: বিকাশভবন ঘেরাও, এসএসসি ভবন ঘেরাও, অবস্থান কর্মসূচি, মিছিলের ফের দ্বিতীয় বার নবান্ন চলোর কর্মসূচি নিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। এটাই তাদের চেষ্টার শেষ চেষ্টা হিসেবে উল্লেখ করেছিলেন তারা। ব্যারিকেড, জলকামানের ব্যবস্থা করে রেখেছিল প্রশাসন। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হলেও শিবপুর পুলিশ লাইনে বসে একধিক দফতরের আধিকারিকদের সঙ্গে মিটিং করলেন চাকরিহারাদের বেশ কয়েকজন।
বৈঠকে ছিলে মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ আরও অনেকেই। চাকরিহারাদের বেশ কয়েকজন সেখানে ছিলেন।
আরও পড়ুন: ‘কীভাবে এমনটা করতে পারেন!’ SSC মামলায় জোর সওয়াল কল্যাণের! পাল্টা আসরে বিকাশরঞ্জন! শেষমেশ কী বলল হাইকোর্ট?
advertisement
তাঁদের দাবি, সুপ্রিম কোর্টে দেওয়া হোক যোগ্যদের তালিকা, বাকিদের পরীক্ষা নেওয়া হোক। আর সেই দাবির কথা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান তাঁরা। সে কারণেই নবান্ন অভিযানের ডাক দেন ‘যোগ্য’ চাকরিহারারা। এভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সম্ভব নয়, তা আগেই জানিয়ে দেওয়া হয়। তবে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পেতে মরিয়া ছিলেন ‘যোগ্য’ চাকরিহারারা।
advertisement
শেষ মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাৎ হলেও মুখ্যসচিব ১০ মিনিট থেকে বৈঠক ছেড়ে উঠে যাওয়ার কারণে আশাহত চাকরিহারারা। অনুরোধ করার পরেও তিনি দাঁড়াননি বলে জানালেন চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল। তাঁরা দাবি করেন, আজকেই প্রকাশ করতে হবে যোগ্য অযোগ্যের তালিকা। নইলে অবস্থান করবেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2025 8:01 PM IST