Nabanna Abhijan and Ashok Dinda: অশোক দিন্দাকে পুলিশি তলব, নবান্ন অভিযানে FIR দায়ের সাংসদের বিরুদ্ধে, যা জানালেন দিন্দা

Last Updated:

Nabanna Abhijan and Asok Dinda: অশোক দিন্দাকে থানায় যেতে হবে ১৭ অগাস্টের মধ্যে...

অশোক দিন্দাকে নোটিশ নিউমার্কেট থানার
অশোক দিন্দাকে নোটিশ নিউমার্কেট থানার
কলকাতা: অশোক দিন্দাকে নোটিশ নিউমার্কেট থানার৷ নবান্ন অভিযানের দিন দিন্দার বিরুদ্ধে একাধিক এফআইআর করে পুলিশ৷  আগামী ১৭ অগাস্টের মধ্যে থানায় হাজিরা দিতে হবে অশোক দিন্দাকে৷  পুলিশকে হুমকির অভিযোগ অশোক দিন্দার বিরুদ্ধে৷
তবে দিন্দা জানিয়েছেন যে তিনি এখনও পর্যন্ত কোনও রকম পুলিশের নোটিশ পাননি৷ তিনি আরও বলেছেন,  ‘‘তবে নোটিশ পেলে পুলিশ যেখানে বলবে আমি সেখানে গিয়ে দেখা করতে রাজি আছি। আমার কাছে আইন-শৃঙ্খলা সবার আগে। নোটিশ আসলে আমি অবশ্যই সেটাকে মান্যতা দেব এবং সম্মান জানাব। সেখানে গিয়ে আমি আমার বক্তব্য আবার তুলে ধরব।’’
advertisement
advertisement
এছাড়াও তিনি বলেন, ‘‘তবে একটা কথা বলি পশ্চিমবঙ্গে যদি কেউ ভারতীয় পতাকার উপর দাঁড়িয়ে থাকে আর তার বিরুদ্ধে বলতে গিয়ে যদি নোটিশ খেতে হয় তাহলে সেটা লজ্জা। এর থেকে বেশি কিছু বলতে চাই না। যা বলার পুলিশের সামনে গিয়ে বলব।’’
advertisement
এদিকে ২ দিন আগে  নবান্ন অভিযানে ধুন্ধুমার হয়েছিল৷  বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে FIR করতে চলেছে পুলিশ। লালবাজার সূত্রে দাবি, পুলিশকে হুমকির অভিযোগ , বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে আরও ৬টি মামলা রুজু করতে চলেছে পুলিশ। নবান্নে অভিযানে পুলিশকে মারধর, হুমকির অভিযোগ। পাশাপাশি লালবাজার সূত্রে আরও দাবি, নবান্নে অভিযানে হাইকোর্টের নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ। ইতিমধ্যেই নবান্নে অভিযানের একাধিক ভিডিও প্রকাশ করেছে পুলিশ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna Abhijan and Ashok Dinda: অশোক দিন্দাকে পুলিশি তলব, নবান্ন অভিযানে FIR দায়ের সাংসদের বিরুদ্ধে, যা জানালেন দিন্দা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement