রাজনৈতিক রং দেখে পুলিশ কাজ করে', নবদ্বীপে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বললেন শুভেন্দু

Last Updated:

কেন এমন দাবি তিনি করলেন, সেই ব্যাখ্যাও দেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, নবদ্বীপে তৃণমূলের আসন টলমল। গত লোকসভায় ভুয়ো ভোটার, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী নিয়ে ভোট পেয়েও মাত্র ৬ হাজারের ব্যবধান রয়েছে তৃণমূলের।

রাজনৈতিক রং দেখে পুলিশ কাজ করে', নবদ্বীপে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বললেন শুভেন্দু
রাজনৈতিক রং দেখে পুলিশ কাজ করে', নবদ্বীপে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বললেন শুভেন্দু
কলকাতা: নবদ্বীপের বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় সরাসরি রাজ্য পুলিশকে  নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, এই ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হয়ে গেলেও কোনও গ্রেফতারি নেই। বোঝা যায়, রাজ্যের পুলিশ রাজনৈতিক রঙ দেখে কাজ করে। গত বৃহস্পতিবার রাতে নবদ্বীপ শহরের ছয় নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক খুন হন। শনিবার তাঁর মৃতদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। সেই সময়ই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ”সঞ্জয় অত্যন্ত পরিচিত বিজেপি কর্মী ছিলেন। তাঁর দিদিও এলাকার দাপুটে নেত্রী। এই ঘটনা স্পষ্ট করে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই খুন করা হয়েছে।”
কেন এমন দাবি তিনি করলেন, সেই ব্যাখ্যাও দেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, নবদ্বীপে তৃণমূলের আসন টলমল। গত লোকসভায় ভুয়ো ভোটার, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী নিয়ে ভোট পেয়েও মাত্র ৬ হাজারের ব্যবধান রয়েছে তৃণমূলের। এবার আসন হারার পথে তারা। তাই তৃণমূল চাইছে বিজেপির যুব নেতাদের, যারা দলের প্রধান হাতিয়ার, তাদের ভয় দেখিয়ে মাঠ ছাড়া করতে।
advertisement
advertisement
বিজেপি বিধায়কের চ্যালেঞ্জ, এসআইআর হওয়ার পর ২০ হাজার ভোটে হারবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ বলেও ফের সরব হন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, প্রকাশ্যে খুন হয়ে যাচ্ছে, ৪ জনের নামে এফআইআর দায়ের হয়েছে, অথচ কাউকে গ্রেফতার করা হয়নি এখনও। তাঁর স্পষ্ট দাবি, রাজনৈতিক রঙ এবং ধর্ম দেখে পুলিশ কাজ করে। তাই এই পুলিশের প্রতি মানুষের আস্থা নেই।
advertisement
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে সঞ্জয় ভৌমিক যখন বাড়ি ফিরছিলেন তখন এলাকায় বেশ কিছু যুবকের নিজেদের মধ্যে বচসা চলছিল। সঞ্জয় বারণ করায় তাঁর ওপর চড়াও হয় তারা। প্রাণ বাঁচাতে সঞ্জয় কোনও মতে নিজের বাড়িতে ঢুকে যান। পরিবারের অভিযোগ, রাতে তিনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় স্থানীয় বেশ কয়েকজন তাঁদের বাড়িতে ঢুকে সঞ্জয়কে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এরপর নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঞ্জয়কে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, স্থানীয় ওই যুবকরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। রাজনৈতিক কারণেই তারা খুন করেছে সঞ্জয়কে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজনৈতিক রং দেখে পুলিশ কাজ করে', নবদ্বীপে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বললেন শুভেন্দু
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement