• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • সাম্প্রদায়িক সম্প্রীতির নজির, রীতি মেনেই হিন্দু বৃদ্ধের সৎকার করলেন মুলসলিমরা

সাম্প্রদায়িক সম্প্রীতির নজির, রীতি মেনেই হিন্দু বৃদ্ধের সৎকার করলেন মুলসলিমরা

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

মেয়ে থেকেও নেই। মৃত্যুর আগের মতই নিথর দেহেও নিঃসঙ্গ হরিদয়াল। কর্তব্য ভোলেনি এলাকার বহু দিনের পরিচিত মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো।

 • Share this:

  #কলকাতা: মেয়ে থেকেও নেই। মৃত্যুর আগের মতই নিথর দেহেও নিঃসঙ্গ হরিদয়াল। কর্তব্য ভোলেনি এলাকার বহু দিনের পরিচিত মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো। সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ে বৃদ্ধের সৎকার করলেন ট্যাংরার রামিজ, ইফতিকার, আনোয়াররা।

  আরও পড়ুন: মহেশতলায় ২৬৭১২ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি-সিপিএম এর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

  সম্প্রীতির নজির তিলোত্তমায়। হিন্দুর শেষ যাত্রায় সঙ্গী ট্যাংরার মুসলিম ভায়েরা। বুধবার মৃত্যু হয় বিসি রায় রোডের বছর আশির হরিদয়াল সাহার। সাতকূলে কেউ নেই বললেই চলে। স্ত্রীর মৃত্যু হয় বছর তেইশ আগেই। সৎ মেয়ে সম্পর্কের বাঁধনে জড়ায়নি। তাই মৃত্যু পরে দাবিহীন অবস্থায় পড়েছিল হরিদয়ালের দেহ। মানবিকতার টানেই হরিদয়ালের শেষকৃত্যে এগিয়ে আসে এলাকার মুসলিমরা। রমজানের মাঝেই প্রস্তুতি শুরু হয় শেষকৃত্যের। হিন্দু মতে সব নিয়ম মেনে হয় সৎকার।

  আরও পড়ুন: আজ ৪টি লোকসভা ও ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ফল ঘোষণা

  আত্মার আত্মীয় নয়। কিন্তু তার থেকেও অনেক বেশি মানবিকতার টান। সেই টানেই আবারও মুছে গেল ধর্মের বাধা।

  First published: