মহেশতলায় ২৬৭১২ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি-সিপিএম এর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
Last Updated:
আজ মহেশতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল। চলছে ভোট গণনা। তৃতীয় রাউন্ডে ১৮, ৪৭০ ভোটে এগিয়ে তৃণমূল।
#মহেশতলা: আজ মহেশতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল। চলছে ভোট গণনা। তৃতীয় রাউন্ডে ১৮, ৪৭০ ভোটে এগিয়ে তৃণমূল। ৪০৭৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। তৃতীয় স্থানে রয়েছে বিজেপি। এখনও পর্যন্ত তাদের ঝুলিতে ৩৫৯০ ভোট।
তৃণমূল কংগ্রেসের বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে আসনটি খালি হয়। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী কস্তুরী দাসের স্বামী তথা মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস। বিজেপি প্রার্থী সুজিত ঘোষ ও বামপ্রার্থী প্রভাত চৌধুরী। ওই কেন্দ্র ধরে রাখার লড়াইয়ে জোড়াফুল শিবির।
পাশাপাশি, পঞ্চায়েত ভোটের মতো ওই কেন্দ্রে দ্বিতীয় স্থান দখলের টার্গেট বিজেপিরও। ওই কেন্দ্রে ভোট পড়ে সত্তর দশমিক এক শতাংশ। আজ ফল ঘোষণা হতে চলেছে উত্তরপ্রদেশের কৈরানা লোকসভা ও নুরপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের। ফল বেরোবে মহারাষ্ট্রের পালগড়, ভান্ডারা-গোন্ডিয়া লোকসভা কেন্দ্রেরও। প্রত্যেকটি এলাকাতেই ভোটের সময় ইভিএম বিভ্রাট নিয়ে বিতর্ক দেখা দেয়।
advertisement
Location :
First Published :
May 31, 2018 9:56 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মহেশতলায় ২৬৭১২ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি-সিপিএম এর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই